আমাদের কথা খুঁজে নিন

   

অতপর শুরু

যার আছে তার হারানোর ভয় ও আছে, যার নাই তার হারানোর ভয় ও নাই ফেইজবুকে চেট করার সময় এক বন্ধু এই ব্লগের ঠিকানা দিল, তখন থেকেই মাঝে মাঝে এই ব্লগ সাইটে পরিচিত কিছু মানুসের লেখা পরতাম। একদিন কিছু লেখার উদ্দেশে একাউন্ট ও খুলি। কিন্তু কিছুই লেখা হয়ে উঠেনি। আমি নিয়মিত ইন্টারনেট ব্যবহার করতামনা, তাই ব্লগ পরাও বন্ধ হয়ে যায়। ২ মাস ধরে আমি ইন্টারনেট ব্যবহারে নিয়মিত, আর ব্লগে নিয়মিত ১ মাস ধরে।

একদিন আমার অনেক কাছের এক বন্ধু জানাল সে ব্লগ লিখেছে এবং আমাকে তার ব্লগের ঠিকানা দিল। তার লেখাগুলু পরলাম আর শুরু হল আমার ব্লগ পরা। গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম ব্লগ লেখা শুরু করব। কিন্তু কি লিখব ভেবেপাচ্ছিলামনা, তাই আর লেখা হয়ে উঠেনি। আজ লিখতে বসে ভাবলাম যেহেতু জীবনের প্রথম ব্লগ লেখা তাই শুরু দিয়েই শুরু করি।

(অতপর শুরু করলাম আমার ব্লগ লেখা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।