প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আসবেন তাই মানুষের জটলা সরানোর নামে পথচারীদের এলোপাতাড়ি পিটিয়েছেন বামনা থানার ওসি মো. মনিরুল ইসলাম। এতে ডান হাত ভেঙে গেছে লালন মিয়া (২২) নামে নিরীহ এক পথচারীর। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বামনা উপজেলার খোলপটুয়া বাজারের চার রাস্তার মোড়ে মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ সময় ওই ওসি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন বামনা সদরে আসার জন্য নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন মঙ্গলবার বামনা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য বামনায় আসেন। তিনি সি প্লেনযোগে উপজেলার খোলপটুয়ার বিষখালীতে নামেন। এরপর তিনি খোলপটুয়া বাজার মোড় থেকে সড়ক পথে বামনা আসেন। আসার আগে খোলপটুয়া চৌরাস্তার মোড়ে বামনা থানার ওসি মনিরুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন। মন্ত্রী সেখানে উপস্থিত হওয়ার এক ঘণ্টা আগে ওসি লোকজনকে ধাওয়া করে রাস্তার মোড় ফাঁকা করতে থাকেন।
এসময় ওসি তার পাশে থাকা স্থানীয় চৌকিদারের হাতে থাকা লাঠি টেনে নিয়ে পথচারীদের পেটাতে থাকেন। এক পর্যায়ে ওসির লাঠির বেধড়ক পিটুনিতে কৃষক লালন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের স্বজনরা খবর পেয়ে আহত লালনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বিকালে তার জখম হওয়া ডান হাতে তীব্র যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।