আমাদের কথা খুঁজে নিন

   

ওসির সামনে এক বউ নিয়ে দুজনের টানাটানি

‌'এ আমার বউ'। ‘কিসের তোর বউ? ওর সঙ্গে আগেই বিয়ে হয়েছে আমার। ’ এভাবেই থানায় দাঁড়িয়ে ওসির সামনে এক তরুণীকে নিয়ে দুই যুবকের বাকবিতণ্ডা। ওসির টেবিলের দুই পাশে দুই যুবক। দুজনেই মারমুখী, তেড়িয়া মেজাজে একে অপরকে শাসাচ্ছেন৷ দু'জনের মাঝখানে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে ছিলেন শাড়ি পরিহিত ২২ থেকে ২৩ বছর বয়সী এক তরুণী৷

ঘটনাটি ঘেটেছে গত শুক্রবার ভারতের উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানায়।

হাসনাবাদ থানার ওসি অনুপম চক্রবর্তীর কক্ষে দু'পক্ষের লোকজনের ভিড়৷ শ্রাব্য-অশ্রাব্য ভাষায় গালাগালি আর হৈচৈ করে মাতিয়ে তুলেছেন পুরো থানা। এক পর্যায়ে ধাক্কাধাক্কি, হাতাহাতি, চুলোচুলি।

অবশেষে এই বউ বিবাদের সমাধান খুঁজতে তরুণীকে পুলিশ বসিরহাট আদালতে পাঠায়। পরে বিচারক তরুণীকে দুই দিন বাদুড়িয়ার আটুরিয়া হোমে রাখার নির্দেশ দেন৷

এই হুলস্থূল কাণ্ডের মধ্যে পড়ে রীতিমতো নাকাল স্বয়ং দারোগাবাবু৷ ভর দুপুরে নিজের চেম্বারে এমন কাণ্ড থামাতে ক্রমাগত ধমক-টেবিল চাপড়ে চলেছেন৷ কিন্তু কোনো কিছুই কাজে দিচ্ছিল না! ধাক্কা দিয়ে জনতাকে ঘরের বাইরে পাঠানোর পর উঠোনেই শুরু হলো লাথালাথি-ঘুসোঘুসি৷ পরিস্হিতি সামলাতে শেষপর্যন্ত লাঠিচার্জ করে থানা ফাঁকা করতে হলো পুলিশকে৷

ওসি অনুপম চক্রবর্তী জানিয়েছেন, বসিরহাট কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্রী ওই তরুণীর বাড়ি হাড়োয়ায়৷ গত ১০ অক্টোবর সম্বন্ধ করে তার বিয়ে হয়েছে সন্দেশখালির বাবলু সর্দার নামে এক স্কুলশিক্ষকের সঙ্গে৷ ২৭ অক্টোবর তরুণী শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ খোঁজখবর নিয়ে জানা যায়, বউ রয়েছে হাসনাবাদের রজিপুর গ্রামে আলিম মণ্ডল নামের এক যুবকের বাড়িতে৷

সন্দেশখালী থানা বিষয়টি জানায় হাসনাবাদ থানায়৷ এ দিন হাসনাবাদ থানার পুলিশ দুই পক্ষকেই ডেকে পাঠায়৷ আর সেখানেই বাবলু ও আলিম দুজনেই দাবি করেন ওই তরুণী তার স্ত্রী৷ তার পরই শুরু হয় এমন কাণ্ড৷

তবে বউ কার, এর মীমাংসার ভার এখন রয়েছে বিচারকের হাতে। শুনানির পরই জানা যাবে সিদ্ধান্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.