মহিলাদের র্যাঙ্কিংয়ে তৃতীয় ভিক্টোরিয়া আজারেঙ্কাও এবারের মতো বিদায় জানিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিমূলক প্রতিযোগিতাটি থেকে।
গত মাসে মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে রাফায়েল নাদালকে হারানোর অনুপ্রেরণাকে সঙ্গী করে মাদ্রিদে পা রেখেছিলেন জোকোভিচ। প্রথম রাউন্ডে খেলতে হয়নি বলে নাদালকে হারানোর পর এটাই ছিল তার প্রথম ম্যাচ। কিন্তু সেই ম্যাচেই অস্ট্রেলিয়ান ওপেনের টানা তিন বারের চ্যাম্পিয়ন বিধ্বস্ত।
বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ জোকোভিচকে হারিয়েছেন ৭-৬(৮/৬), ৬-৭ (৮-১০), ৬-৩ গেমে।
আর রাশিয়ার একাতারিনা মাকারোভা ১-৬, ৬-২, ৬-৩ গেমে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আজারেঙ্কার বিপক্ষে।
জোকোভিচ অবশ্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। দ্বিতীয় সেটের টাইব্রেকার চলার সময় গোড়ালিতে চোট পেয়ে চিকিৎসা নিতে হয় তাকে।
খেলা শেষে তিনি বলেন, “গোড়ালির চোটের কারণে শনিবার পর্যন্তও জানতাম না এখানে খেলতে পারবো কি না। তবে আমি কোনো অজুহাত দিতে চাই না।
দিমিত্রভ তুলনামূলকভাবে ভালো খেলেছে। তাকে শুভেচ্ছা জানাচ্ছি। ”
জোকোভিচ ব্যর্থ হলেও জয় পেয়েছেন টুর্নামেন্টের গতবারের দুই চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। তৃতীয় রাউন্ডে তাদের সঙ্গী অ্যান্ডি মারে এবং মারিয়া শারাপোভা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।