আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রিদ দ্বৈরথে রিয়াল-আতলেতিকো

বাংলাদেশ সময় রোববার রাত দশটায় শুরু হবে লা লিগার অন্যতম আকর্ষণীয় এই লড়াই।

রিয়াল মাদ্রিদের জন্ম ১৯০২ সালে, মাদ্রিদ শহরে আতলেতিকোর আবির্ভাব এর এক বছর পরই। সেই শুরু থেকেই রিয়াল মাদ্রিদের ছায়া-তলে আছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় রেকর্ড ৩২টি শিরোপা রিয়ালের, অন্য পাশে আতলেতিকো লা লিগা জিতেছে মাত্র ৯ বার।

কিন্তু নিজেদের স্টেডিয়াম ভিসেন্তে ক্যালদেরনে আতলেতিকোকে এগিয়ে রাখছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও।

এ মৌসুমে লা লিগায় দুই দলের প্রথম লড়াইয়ে জয়ী দল তারাই। রিয়ালের মাঠে গত সেপ্টেম্বরে লিগের প্রথম মাদ্রিদ ডার্বিতে ১-০ গোলে জিতেছিল আতলেতিকো।

আতলেতিকোর তুর্কি মিডফিল্ডার আরদা তুরানের কন্ঠেও সেই সুর। "ডার্বি ম্যাচে ফেভারিট বাছাই করা কঠিন। তবে ম্যাচটি যেহেতু ক্যালদেরনে হচ্ছে, তাই আমরাই ফেভারিট।

কারণ আমরা নিজেদের মাঠে খেলছি। "

নিজেদের মাঠে জিততে পারলে ৬৩ বছর পর আবার লিগে দুই ম্যাচেই রিয়ালকে হারানোর স্বাদ পাবে তারা। তবে আতলেতিকোর কাছে লিগে হারের বদলা কোপা দেল রেতে নিয়েছে রিয়াল। সেমি-ফাইনালের দুই লেগে ৩-০ ও ২-০ গোলে নগর প্রতিপক্ষকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ফাইনালে মুখোমুখি হচ্ছে কার্লো আনচেলত্তির দল।

লিগের গত ৩ ম্যাচে নিষেধাজ্ঞার খাড়ায় পড়া রোনালদোকে ছাড়াই ১০ গোল করেছে রিয়াল।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে শালকের মাঠ থেকে ৬-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। দারুণ ফর্মে আছেন আক্রমণভাগে রোনালদোর দুই সতীর্থ গ্যারেথ বেল ও করিম বেনজেমা।

শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তাই এই ম্যাচ জিতলে শিরোপা লড়াইয়ে ভালো অবস্থানে চলে আসবে আতলেতিকো। বর্তমানে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে তারা।

সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে বার্সেলোনা। আজ নিজেদের মাঠে আলমেরিয়ার মুখোমুখি হবে জেরার্দো মার্তিনোর দল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.