আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রিদ ডার্বিতে নতুন মাত্রা

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের তুলনা করা পৃথিবীর সবচেয়ে বোকামির মধ্যে একটা হওয়ার কথা ছিল। কিন্তু গত মে মাসের পর এমন চিন্তা করাটা আর অসঙ্গত নয়। মাদ্রিদ ডার্বিতে গত মে মাসেই নতুন মাত্রা যোগ করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৪ বছর পর ২-১ গোলে জয় পেয়েছিল তারা। রিয়াল মাদ্রিদের এই পতন মাদ্রিদ ডার্বিতে ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।

রাদামেল ফ্যালকাওয়ের বিদায়ে এই আগুন কিছুটা কম হতে পারত। তবে ডেভিড ভিয়ার অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার ঘটনা মাদ্রিদ ডার্বিকে আরও একবার আলোতে নিয়ে এসেছে। ডেভিড ভিয়া অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে শক্তি বৃদ্ধি করেছেন। এদিকে দিয়েগো কস্তা নিয়মিত আলো ছড়াচ্ছেন। সব মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এবং গেরেথ বেলের উপস্থিতিও রিয়াল মাদ্রিদকে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারছে না অ্যাটলেটিকোর বিপক্ষে।

আজ প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামবেন গেরেথ বেলে। তবে রিয়াল মাদ্রিদকে আগের মতো এতটা ভয় পাচ্ছে না অ্যাটলেটিকো। দলের ডিফেন্ডার ফিলিপ লুই বলেছেন, 'আমরা জানি, ম্যাচটি জিততে পারি। তাদেরকে কীভাবে পরাজিত করতে হয় আমরা জানি। ' তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটাকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন।

জয়টা সহজ হবে না বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে রিয়াল মাদ্রিদ প্রস্তুত হয়ে আছে প্রতিশোধ নেওয়ার জন্য। তবে নিজেদের সীমাবদ্ধতাটা স্বীকার করেছেন কোচ কার্লো আনসেলত্তি। বিশেষ করে এল্চের বিপক্ষে বুধবার তারা যেভাবে খেলেছে, তাকে হতাশাই মনে করছেন তিনি। 'এভাবে খেললে আমরা মাদ্রিদ ডার্বিতে জিততে পারব না'- কার্লো আনসেলত্তির এমন হুঁশিয়ারির পর রিয়াল মাদ্রিদ সতর্ক হতেই পারে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.