আমাদের কথা খুঁজে নিন

   

“আগুনের মায়া”

জীবন পুরে কয়লা, কি আর করবি বল। কয়লা দিয়ে দাঁতটা মাজ, ভালো করে ডল। কুলি করে ফেলিশ জলে, যাক না ভেসে দূরে। তাওতো তোর শান্তি হবে, এখন না হয় পরে। আমি শালা কয়লা পুরাই, জ্বলতে ভালো লাগে।

খোঁচা দিয়ে আগুন বাড়াই, হৃদয় পোড়া রাগে। আগুনের এক মায়া আছে, কেবল কাছে টানে। আমি শালা ঝাঁপ দিয়ে যাই, তোকে পাওয়ার ঘ্রানে। তোর সাথে মোর প্রান বেঁধেছি, শেষটা দেখা বাকি। বিধাতাকেও যায় রে পাওয়া, হৃদয় থেকে ডাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।