আমাদের কথা খুঁজে নিন

   

আগুনের গান।

বিকট

সর্বনাশা কোন সে খেলায় মাতো তুমি,আমায় জড়াও। সূর্যপ্রখর কোন সে তাপে, গলো তুমি,আমায় পোড়াও। স্বর্গ থেকে কোন চাহনি, অপ্সরা ঐ তোমার চোখে? স্বপ্নে পাওয়া,এই আমি আর নেই যে এখন মর্ত্যলোকে। তৃ্ষ্ণাব্যাকুল,এই তোমাকে জলের খোঁজে ভ্রান্ত দেখায়। আমার ঠোঁটে,চুমুক দিয়ে ডুব যেন দাও নীল যমুনায়।

তোমার দেহে,অগ্নি ঝরে, প্রলয়ে নাচে ভয়াল শিখা। অগ্নি আমার,পরম প্রিয় প্রিয় যে তার বিভীষিকা। এই দুটো হাত,এখন আমার অসুরেরই শক্তি ধরে। কোমল তোমার,গোলাপ দেহ উন্মাদনায় পেষণ করে। বসন তোমার ছিন্ন করে, আমার ঘৃণা,প্রচন্ড রাগ, নিরাবরণ,অলীক তোমার দেহেতে আমার অনুরাগ।

এরপরে কি?অগ্নি জ্বলে অগ্নি জ্বলে আগুন কূপে, এরপরে কি?অগ্নি জ্বলে ইস্পাতেরই অন্যরূপে। জ্বলছে আগুন,পুড়ছে শরীর অগ্নি ভরা বিশ্ব দেখি। পাপ যদি হয় আগুন এমন, ভালবাসার সংজ্ঞা মেকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।