আমাদের কথা খুঁজে নিন

   

আগুনের আত্নহত্যা

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
আলো দাও কিছু বুকে , আলো কামড়ে খাব , বুকের মিশমিশে কালিতে ঢাকা কিছু মুখোশ পোড়াব , সফেদ আকাশে ছড়িয়ে দেব কিছু মেঘ , কিছু রক্তময় শব্দ , জমাটবাঁধা কিছু স্বীকারোক্তি । আলো আনো , উপাত্যকায় একবিন্দু ছায়া চাই না , শান্তিময় নিদ্রার প্রয়োজন নেই , আনো বিষ পানপাত্রে , ক্ষতবিশ্বে লোহু আনো আনো অমর অনল , আগুন জ্বালিয়ে দাও থিকথিকে কালো হৃদয়ে । আমি বলতে চাই না , কখনোই আর , আমিও ভালোবেসেছিলাম ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।