ঘরে ঢূকে পড়া মৃত্যুদূত কালসাপকে ঠেকানো না খাটের নীচ থেকে আরশোলা খুঁজে বের করা, কোন কাজটি আপনার অগ্রাধিকারের মধ্যে পড়ে, বুকে হাত রেখে বলবেন কি এত বছরের সফল আমলা প্রিয় স্বরাস্ট্র-মন্ত্রী? যাদের হুকুমে বাস ড্রাইভারকে সারারাত ডিউটি করে এসে বাসের ভেতরি পুড়ে কাবাব হতে হয়, যাদের নিষ্ঠুর মারনাস্ত্রের আঘাতে পুলিশ কর্মকর্তা ও পুলিশের অন্যান্য সদস্যদের হাতের কব্জি উড়ে যায়, মগজ বেরিয়ে আসে, যাদের হুকুমে পোষা সন্ত্রাসীরা এখন দিনে ও রাতে এক নাগাড়ে মানুষ, সম্পত্তি ও গাড়ী পোড়াতে রত, যারা ফিস্প্লেট খুলে তূর্না-নিশিথাকে লাইঞ্চ্যূত করে শতমানুষের জীবন ও সম্পত্তি ধংস করে, তাদের ধরতে ও তা পব্লিসিটি দিতে তো স্বরাস্ট্র মন্ত্রনালয়কে এত ততপর দেখা যায় না! তারা এসি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, দেখুন না মাহমুদুর রহমান কে বা খালেদা জিয়াকে বা মওদুদ কে! আজ হরতালে রংপুরের জামাত-শিবিরের তান্ডবে পোড়া ট্রাক টিকে টিভিতে দেখেছেন জনাব স্বরাস্ট্র-মন্ত্রী? অন্য আরশোলা গুলিকে ধরছে কেন আপনার বাহিনী, তাদের বুঝি শক্ত খুটি আছে? আপনার বহুল ঘোষিত “অপারেশন রাজশাহী শিবির ঠান্ডা “ কি ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছেন? তাহলে কি ভাবতেই হবে যে আপনার সকারের “ভাত” দেবার মূরোদ নেই কিন্তু সেজে গেছেন “কিল” দেবার গোসাই? নাস্তিকত্বা যদিও সর্বসাধারনের সামনে প্রকাশ করা ও ধর্ম নিয়ে কটূক্তি করা অপরাধ, কিন্তু তাদের সংখ্যা কত? কয়জন? তাদের সংখ্যা অবশ্যই স্ট্যাটিস্টিক্যালি টেন্স টু জিরো পর্যায়ের এই বাংলাদেশে আর বর্তমান পরিস্থিতির নিরিখে তাদের গুরুত্ব কতখানি? হ্যা তাদের অপরাধো নিঃসন্দেহে শাস্তি যোগ্য কারন তারা প্রকাশ্য ধর্মকে হেয় করেছে! কিন্তু বর্তমান "সিচুইয়েশন অ্যানালাইসিস" এ যদি সঠিক "প্রিওরিটাইজেশন" করা যায়, তা হলে এই ধংস যজ্ঞের আর জ্বালাও পোড়াও এর দিনে তাদের বিরুদ্ধে আ্যাকশন কতটা অগ্রাধিকারের দাবী রাখে? এটা তো পরেও করা জেত এখন খুনী আর ঠ্যাঙ্গাড়ে গূলোকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে? এই মূহুর্তে এটা কাকে খুশী করতে করা হলো? হেফাজতে ইসলামকে কি যারা ছয় তারিখে লং মার্চের ঘোষনা দিয়েছে? পত্রিকাতে তো বার বার সংবাদ ও এসেছে যে এই হেফাজত জামাতেরই উইং অথবা প্রক্সি? এরা কখনও আমাদের মঙ্গল চাইবে না বা আওয়ামী লিগের ভোটার হবে না, এরা স্বাধীনতা বিরোধী অপশক্তি!! প্রিয় স্বরাস্ট্র মন্ত্রী, আগের সারাদেশে সক্রিয় খুনে গুলোকে ধরুন ও বিচারের সম্মুখীন করুন, মানুষ স্বস্তি পাবে! তখন আপনার সাথে আমরাও একযোগে এই নাস্তিকদের রুখে দেব!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।