একদিন এক বাউল গেলেন সদাই-পাতি কিনতে। কিছু সদাইকেনার জন্য মুদি দোকানে দাঁড়ালেন। দোকানদারঃ আসুন বাবাজি, কি দরকার আপনার? বাউলঃ বাবা, আপনারদোকানে ভালো মানের চাউল হবে? দোকানদারঃ জী হবে,এই দেখুন ৪০ টাকা কেজি। বাউলঃ আচ্ছা বাবাএই চাউল তাহলে আমার ১০কেজি দিন। আপনার কাছে দেশি মশুরের ডাউলহবে? দোকানদারঃ হ্যাঁ বাবা ১০০% দেশি ডাউল,মাত্র ৯৫ টাকা। বাউলঃ আচ্ছা বাবাতাহলে আমাকে ১ কেজি ডাউল দিন। সদাই নেয়ার পর ঐ বাউল সম্পুর্ন টাকা পরিশোধ করলেন। এরপর দোকানদার একটু সংকোচ করে বাউলকেবললেনঃ- দোকানদারঃ বাবাজি অনেক লোককে দেখি সাধু বা সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু আপনার ভাষাটা একটু বেশি সাধু। যেমন আপনি চাল-কে চাউল, ডাল-কে ডাউল বলেন এই আর কি। বাউলঃ (একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে) বাবারে চাউল-কে যদি আমি চাল এবং ডাউল-কে যদি আমি ডাল বলি তাহলে আমার মত বাউল-কে আপনারা কি বলবেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।