তোমারে বিশ্বাসীয়া যদি বন্ধু-
হয় আমার মরণ।
সে মরণও সুখের মরণ -
বন্ধু যেন রয় স্মরণ ।
তুমি যখন কথা বল,
রাখি না স্মরণ রে বন্ধু রাখি না স্মরণ
সে সব কথা -
সত্য না মিথ্যা
ভাবার আমার নাই যে প্রয়োজন।
আমি দেখি কথার ধরণ তোমার-
দেখি রূপেরও গরণ বন্ধু
সোনারও বরণ তোমার সোনারও বরণ।
মুগ্ধ হয় নয়ন রে বন্ধু-
আমার মুগ্ধ দুই নয়ন।
বাউল শুভ্র কয় তার শুধু-
এই প্রয়োজন রে সখী এই প্রয়োজন-
তুমি সুখে থাক আর সুখে থাকুক মন।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।