আমাদের কথা খুঁজে নিন

   

বাউল -১

মানবাধিকার কর্মী

বাউল সাধনা একটি আধ্যাতিক সাধনা। বিভিন্ন শ্রেণীর মানুষ,জাতি-ধর্ম নির্বিশেষে এই আধ্যাত্ম সাধনাকে জীবন ও জগতের একমাত্র মুক্তির উপায়স্থল বলে ভেবেছে। প্রচলীত ধর্মের আচার অনুষ্ঠানকে পরিহার করে একটি স্বতন্ত্র মতাদর্শের মাধ্যমে পরম সত্যকে খুজেঁ পাওয়াই তাদের সাধনার লক্ষ্য। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এ ধরনের বাবুলদের দেখা মিলে। এরা কেউ হয়তো হিন্দু কেউবা মুসলমান।

তবে এদের চাল-চলন ধর্মীয় আচার ভিত্তিক নয় -এদের মধ্যে হিন্দু বৈঞ্ষব ও সুফি মতাদর্শ আনেকাংশেই বিকৃত। নানা ধরনের তান্ত্রিক মতবাদের আচার -পদ্বতি এই সাধনার সাথে একত্রিভূত হয়েপড়েছে। আগামী দিন এ বিষয়ে আলোচনা করব। সম্প্রতি কালে বাউল গান ও সাধনা লোক সংগীতের অঙ্গ হয়ে পরায় এর উতপত্তি,তাৎপর্য, উতিহাস ও ব্যাখ্যা নির্ণয়ের প্রচেষ্টা চলছে। কিন্তু আজ পর্যন্ত এই সাধনার রূপকল্প ও স্বরূপ সত্যিকার ভাবে নিরূপিত হয়নি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.