আমাদের কথা খুঁজে নিন

   

রুমি স্কোয়াডের ডাক

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... ফেব্রুয়ারীর ৫ তারিখ থেকে আমরা শাহবাগে ছিলাম যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে, যুদ্ধাপরাধীদের সংগঠন নিষিদ্ধ করার দাবীতে, স্বাধীনতার চেতনায় উজ্বল এক বাংলাদেশের দাবীতে। গানে, স্লোগানে, ক্ষোভে উত্তাপে আমরা শাহবাগকে নিজেদের ঘাঁটি করে নিয়েছিলাম; পুরো পৃথিবীকে আমরা জানিয়ে দিয়েছিলাম আমাদের অস্তিত্বের কথা, আমাদের দাবির কথা, আমাদের প্রাণের কথা। তারপর বেশ কিছু দিন পেরিয়ে গেছে। ভুলে যাইনি তার কিছুই আমরা, তবে হয়তো স্তিমিত হয়ে এসেছে আমাদের কণ্ঠস্বর, ছড়িয়ে ছিটিয়ে তবু আছি আমরা আমাদের প্রাণের দাবি বুকে চেপে। এদিকে হয়নি আমাদের দাবির কিছুই; রায় হচ্ছে না, যে রায় হয়ে গেছে তা কার্যকর হচ্ছে না, যুদ্ধাপরাধীদের সংগঠন এখনো সদর্পে বুক ফুলিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দিয়ে যাচ্ছে একের পর এক ধংসাত্বক কর্মসূচী। আমাদের কি করার আছে? কিছুই কি করার নেই!!! আদালতের রায়ে আমাদের করার কিছু নেই, নির্বাহী বিভাগের সিদ্ধান্তে আমাদের কোনো মতামত নেই, আর সংসদ আমাদেরকে নিয়ে ভাবছেই না!!! কিন্তু কিছুই কি করার নেই? আছে। আমরা জানিয়ে দিতে চাই আমাদের দাবিতে আমাদের ঐক্যের কথা, আমরা জানিয়ে দিতে চাই আমাদের অসহায়ত্বের কথা, আমরা জানিয়ে দিতে চাই আমাদের ঘৃণার কথা। সেই ঐক্যের টানে আমরা একত্রিত হচ্ছি আবারো শাহবাগে, আবারো কোনো এক পাঁচ তারিখে, সেই অসহায়ত্বের যন্ত্রনায় আমরা হাতে হাত বেঁধে দাঁড়াচ্ছি, সেই ঘৃণায় আমরা আধঘন্টার জন্য হলেও চোখ ফিরিয়ে নিচ্ছি যুদ্ধাপরাধীদের ধ্বজাধারী জামাত-শিবিরের সগর্বে হেঁটে বেড়ানো দেশের মাটি থেকে; শুধু ফুসফুস ভরে শাহবাগের বাতাস নেবো বলে। ৫ই জুলাই, বিকাল চারটায় আমরা দাঁড়াচ্ছি আমাদের প্রাণের শাহবাগে।

হাতে হাত বেঁধে, চোখে কালো কাপড় বেঁধে আমরা আমাদের শরীরের ভাষায় জানিয়ে দিতে চাই – ভুলিনি আমরা আমা স্কোয়াড দের প্রাণের দাবী। চোখের সামনে রাজাকারের আস্ফালন আমরা আর দেখতে চাই না। শাহবাগ সেই কথাটা একবার জানিয়েছে, আমরা সেই কথাটুকু আবারো বলতে চাই, আমাদের সবটুকু শক্তি দিয়েই। আমরা সরকারকে, ট্রাইবুনালকে, দেশবাসীকে জানাতে চাই, আমরা অপেক্ষায় আছি এখনো। চলে আসছি আমরা সবাই।

নিজের দু’হাত বাঁধার মতো দড়ি, এক টুকরো কালো কাপড় নিয়ে। আপনিও আমাদেরই একজন। শাহবাগ আন্দোলন আমরা আমাদের কাঁধেই কাঁধ মিলিয়ে করেছি। আবারো দাড়াতে চাই হাতে হাত বেঁধে। এই ইভেন্ট আমাদের কোন একক ইভেন্ট না।

শহীদ রুমী স্কোয়াড এই ডাক দেয়ার আগেই কথা বলেছে এই লড়াইয়ের অনেক সহযোদ্ধার সাথে। চট্টগ্রামের @তারুণ্য স্কোয়াড আমাদের উদ্বুদ্ধ করেছে আবারো রাস্তায় নামতে। শত প্রতিকূলতার মাঝে চট্টগ্রামে তারা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে তাদের পাশে পেয়ে আমরা অনুপ্রাণিত। আমরা ঢাকা, চট্টগ্রামসহ সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগেও একই সময়ে একই দাবিতে সহযোদ্ধারা নামছি হাতে হাত বেঁধে। দেশের বাইরেও যোগাযোগ হচ্ছে অনেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্যে তাদের সাধ্য অনুযায়ী নামবেন জানিয়েছেন।

আমরা বিশ্বাস করি এই উদ্যোগ শতভাগ উন্মুক্ত। দাবি ও চেতনার সাথে সহমত যে কোন ব্যক্তি বা সহযোদ্ধা সংগঠন নিজ নিজ সামর্থ্য ও বৈচিত্রময় উদ্যোগ নিয়ে একই সময়ে দাঁড়িয়ে যাবেন সুবিধামত স্থানে, এটাই আমাদের প্রত্যাশা। Click This Link void(1); ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.