আমাদের কথা খুঁজে নিন

   

রুমি ডেকে বলে

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।

রুমি ডেকে বলেঃ আমাকে প্রেম দাও আমি তাজ্জব যাই এ কথনে, আজানু সালাম ঠুকে বলি, কে তুমি? লিঙ্গভেদে তুমি নারী? নাকি পুরুষ কোন? রুমি ডেকে বলেঃ আমি প্রেম চাই। একবার পুরুষ আর একবার নারী হ'য়ে আমি তাই জিহ্বায় টাক্‌রা মেরে ছুঁড়ে দেই প্রেমের এক একটি মূদ্রা- নগদে নগদে কাজ হয় সারা, তারপর দু'জনা দু'দিকে। চঞ্চুতে শিস মেরে ধীর পায়ে যোণি বা শিশ্নধারী রুমি চলে যায় অযথা ঢেকুর তুলে লিঙ্গভেদে আমিও ফিরে যাই প্রেমের অফিসে এই বেলা; রুমি ডেকে বলে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.