বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি...
সামশেদ তাবরেজ সামনের দিকে একটানা হেটে যাচ্ছে । পেছনে পেছনে সন্দেহ বাতিক গ্রস্থ মন নিয়ে হাটছে রুমি । রুমি এই পাগলের হাতে বায়াত নিতে চেয়ছে, তাবরেজ রুমিকে শর্ত দিয়েছে যে রুমিকে সে বায়াত হিসেবে গ্রহন করবে যদি রুমি তার সব কথা শুনে । তাই রুমি শংকিত মনে তাবরেজের পিছনে হাটছে পাগলটা কখন কি বলে বসে । তাবরেজের আর রুমি এক সময় এক লোকের তরমুজ ক্ষেত এর পাশ দিয়ে যাচ্ছিলেন ।
এমন সময় তাবরেজ রুমিকে বল্লেন যে একটা তরমুজ পেরে নিয়ে আসার জন্য। রুমি তখন ভ্যাবাচেকা খেয়ে বলে এটা আমি কখোনই করতে পারবনা । ইসলামে চুরি করা হারাম এবং গর্হিত কাজ । আমি অন্যের বাগান থেকে কিছুতেই কিছু আনতে পারবনা । তাবরেজ রুমিকে মনে করিয়ে দেয় শর্তের কথা যে তার সব কথা শুনতে হবে।
রুমি অগত্যা কোনো উপায় না দেখে বাগান থেকে একটা তরমুজ পেরে নিয়ে আসে এবং তৎক্ষনাত বাগান মালিক এর হাতে ধরা পরে যায় । এদিকে রুমির মতো পন্ডিত ধার্মিক মানুষ কি করে অন্যের গাছের তরমুজ চুরি করে । রুমি যখন পুরো বিব্রতকর পরিস্থিতিতে তখন তাবরেজ বলে তরমুজটি আবার ওটার বটুটার কাছে নিয়ে ধরো আর তা লাগিয়ে দাও ! এমনিতেই রুমির মেজাজ গরম অবস্থা তার উপর এমন কথা ! পাড়লামির চুরান্ত যাক বলে । রুমি চুপচাপ দারিয়ে এমন সময় তাবরেজ আবার বলে তরমুজটি বটুটার কাছে নিয়ে যাও আর বলো কুম্বিজনি । কুম্বিজনি মানে হলো আমার হুকুমে লেগে যাও ।
রৃমি বলে এটা তো মহা অন্যায় আর গুনাহের কথা, পৃথিবীর কোনো কিছুই মানুষের হুকুমে হয় না । সব কিছু আল্লাহর ইচ্ছায় হয় । এধরনের কথা বলা মানে বিরাট বড় গুনাহের কাজ করা। আমি কিছুতেই এটা বলতে পারবনা । এদিকে মানুষজন রুমিকে চোর চোর বলে সম্বেধন করছে তার জ্বালা আরেক দিকে পাগলের উল্টা পাল্টা কথা বার্তা ।
উপায় নে দেখে রুমি তাবরেজের কথা মতো তরমুজটি তার বটুটার কাছে নিয়ে ধরল ঠিকই আর কুম্বিজনি এর পরিবর্তে বল্ল কুম্বিজনিল্লাহ মানে আল্লাহর হুকুমে লেগে যাও । কিছুতেই লাগছেনা । রুমির এরকম পাগলামি দেখে সবাই হাসাহাসি করতে আরম্ব করল , এই ভেবে রুমির মাথা আউলিয়ে গেছে । যাই হোক কোনো উপায় না দেখে রুমি বলে বসল কুম্বিজনি যার মানে আমার হুকুমে লেগে যাও । রুমি সম্পর্কিত বহু বইয়ে পাওয়া যায় তরমুজটি সাথে সাথে লেগে যায় ।
তাবরেজ একজন দরবেশ , সুফি আউলিয়া , সাধু, মনি, ঋষি যাই বলি না কেনো তাদের আধ্যাত্বিক ক্ষমতা সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো সন্দেহ নেই ।
কবি জালাল উদ্দিন রুমিকে নিয়ে আমার এই পোষ্ট টি পড়তে পারেন । ভালো লাগলে পোষ্ট সার্থক । এখানে ক্লিক করুন ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।