একের পর এক ঘটনার মধ্য দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন কণ্ঠশিল্পী আরফিন রুমি। কিন্তু কোনো ইতিবাচক কাজের জন্য নয়। বিভিন্ন সময়ে নেতিবাচক ঘটনা ঘটিয়ে সমালোচিত হয়েছেন তিনি। তবে সম্প্রতি সব ধরনের নেতিবাচক ঘটনাকে ছাপিয়ে গেছেন রুমি। ঘটনাটি গুরুতর।
স্ত্রী নির্যাতনের অভিযোগ। প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা নিজেই তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। আর তাই দায়ের করা নারী নির্যাতন মামলায় গতকাল শনিবার ভোর রাতে মোহাম্মদপুরের কাঁটাসূরের বাসা থেকে রুমিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার রাতেই স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা তার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করেন (মামলা নং-৩০)। শনিবার ভোর রাতে রুমিকে গ্রেফতার করা হয়।
মামলার আরজি থেকে জানা যায়, রুমি বিয়ের পর থেকে তার প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যাকে ২০ লাখ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধর করে আসছিলেন। শুক্রবারও কাঁটাসুরের কাদিরাবাদ হাউজিংয়ের এক নম্বর রোডের এক নস্বর বাসায় স্ত্রী অনন্যাকে বেধড়ক মারপিট করেন আরফিন রুমি। এতে অনন্যা মারাত্মক আহত হন। আহতাবস্থায় তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ বিষয়ে রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার পরিবারের পক্ষ থেকে জানা যায়, কামরুন নেসার [দ্বিতীয় স্ত্রী] সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে অনন্যার উপড় নানা সময় মানসিক ও শারীরিক অত্যাচার করেছেন আরফিন রুমি।
শুধু তাই নয়, এ মাসের সাত তারিখে দেশে আসার পর থেকে নানা কারণে ছোটখাট বিষয় নিয়ে অনন্যার উপর শারীরিক অত্যাচার করেন রুমি। ' আর সম্প্রতি ঢাকায় এ ঘটনায় আরফিন রুমির বড় ভাই ইয়াসিন রনি ও তার মা নাসিমা বেগম রোজিকেও আসামি করা হয়েছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন। মোহম্মাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম মামলার তদন্ত করবেন। এর আগে গত ২৪ অক্টোবর বুধবার রাত ১১টায় পুরান ঢাকার নিজের বাড়িতে ঘরোয়াভাবে প্রবাসী কন্যা কামরুন নেসার সঙ্গে বিয়ের কাজটি সেরেছেন এ কণ্ঠশিল্পী।
নিউইয়র্কে স্টেজ শো করতে গিয়ে কামরুন নেসার সঙ্গে পরিচয় হয় আরফিন রুমির। গানের ভক্ত কামরুন নেসার সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে তার। তারপর প্রেম , সব শেষে গত বছরের ৭ অক্টোবর প্রবাসী কন্যা কামরুন নেসাকে বিয়ে করেন আরফিন রুমী। এ সময় পরিবারের ঘনিষ্ঠ সদস্যসহ উপস্থিত ছিলেন রুমির প্রথম স্ত্রী অনন্যা ও ছেলে আরিয়ান। এ নিয়ে বিভিন্ন মিডিয়াতে আরফিন রুমি বলেছিলেন, 'আমি আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে কনেছি।
আর আমার দ্বিতীয় স্ত্রী কামরুন নেসা সবকিছু মেনে নিয়েই আমাকে বিয়ে করেছেন। ' কিন্তু মাস ঘুরতে না ঘুতে অনন্যার মুখের কথা পাল্টে যায়। জানা যায় বিয়ের পর দ্বিতীয় স্ত্রী কামরুন নেসার সঙ্গে বেশি সময় কাটান রুমি। এর মধ্যে তাদের কোনো রকম খবই রাখতেন না রুমি। '
আরফিন রুমির এই দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকসহ সামাজিক মিডিয়াগুলোও সরব।
শুধু বিয়ে কেলেঙ্কারি করেই ক্ষান্ত ছিলেন না এ শিল্পী। গত ৮ সেপ্টেম্বর সংগীতশিল্পী আরফিন রুমির আচরণ হতাশ করেছে প্রবাসীদের। যুক্তরাস্ট্রের ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত 'নর্থ-আমেরিকা বাংলাদেশ কনভেনশন' (এনএবিসি)-এ হিন্দি গান পরিবেশন করে বিতর্কের মুখে পরেন রুমি। সব মিলিয়ে রুমির ভক্তদের মনে এখন নানা প্রশ্ন। সামনে কি তাহলে আরফিন রুমি ও তার প্রথম স্ত্রী অনন্যার বিচ্ছেদের খবর আসছে!
এদিকে আমেরিকা থেকে দেশে আসার আগে রুমি নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন- 'ঘরে বাপ না থাকলে বাবুরা বাপ বাপ ভাব ধরে।
ব্যাপারটা সিম্পল। তো বাবুরা যত পারো ভাব ধরো, আমি আসছি। আর মাত্র তিনদিন। '
হালের জনপ্রিয় শিল্পীদের ইঙ্গিত করে রুমি এ স্ট্যাটাস দেন। এতে বেশ অবাক হয়েছেন সংগীতশিল্পীরা।
তারা রুমির এ আচরইকে ঔদ্ধত্য হিসেবে দেখছেন।
সব নেতিবাচক ঘটনার পাশাপাশি রুমির রিুদ্ধে সবসময়ই একটি কমন অভিযোগ ছিল_ তিনি বিভিন্ন দেশের গানের সুর চুরি করে গান তৈরি করেন।
সবমিলিয়ে রুমির বিরুদ্ধে অভিযোগ বিস্তর। তাই এখন সবাই তার ক্যারিয়ারের দূরত্ব মাপার চেষ্টা করছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।