অনেকে দেখি আরিফিন রুমি এর গুষ্ঠি উদ্বার করতেছে।
ছেলেটা এই সেই কতো কি । কত খারাপ তার চরিত্র এই সব বলতেছে।
স্রোতের বিপরীতে আমি কিছু কথা বলি।
আজ কাল মিডিয়াতে অনেকে আছে যে ঘরে বৌ রেখে সহ শিল্পীর সাথে রাত কাটায় , আবার দিনের বেলায় সুশীলতা দেখায়।
কিন্তু আরিফিন রুমি সেটা করতেছে না। ভালো লাগতেছে বিয়ে করতেছে ।
ইসলাম তাকে সে অধিকার দিয়েছে।
তার যদি এভিলিটি থাকে সে চার টা পর্যন্ত বিয়ে করতে পারে , অসামাজিক কিছু করতেছে বলে তো মনে হচ্ছে না।
আজ কাল অসামাজিক জিনিস বাহবা পাচ্ছে আর সামাজিক আর আইন সম্মত জিনিস নিয়ে সমালোচনা হচ্ছে।
প্রয়াত হুমায়ূন আহমেদ যখন শাওন কে বিয়ে করলো তখন ছিঃ ছিঃ কান্ড হয়ে গেলো এই সেই। কিন্তু সেই খানে ও কোনো অসামাজিকতা ছিলো না। হুমায়ূন আহমেদ কিন্তু অন্যদের মত ফস্টি নস্টি করে নাই। সমাজ স্বীকৃত মতে বিয়ে করলো ।
আরিফিন রুমি যদি শারীরিক , মানসিক আর অর্থনৈতিক ভাবে সচ্চল হয়ে থাকে আর আইন মেনে বিয়ে করে তাহলে তার এই ব্যাপার টা নিয়ে সমালোচনা করার কি ই বা দরকার ?
সমালোচনা করুন যারা লিভটুগেদার করতেছে।
আরজে নীরব এর মতো যারা কিনা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মেয়েদের সর্বনাশ করতেছে তাদের সমালোচনা করা উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।