আমাদের কথা খুঁজে নিন

   

শীতকালে কী আপনার ত্বক ফেটে যায় ?......কেন ?

শীত কালে আমাদের অনেকেরই ত্বক ফেটে যায়। কেন ফেটে যায় ? তা আমরা অনেকেই জানিনা, কিন্তু মুখ বুঝে শীতের এই অত্যাচার সহ্য করে যাই । আসলে কথায় আছেনা কপালে থাকলে ঠেকায় কে ! আসুন এবার আমরা আসল কারন দেখি । আমাদের দেহত্বক অনেকগুলো কোষস্তর দ্বারা গঠিত। প্রতিটি স্তর অসংখ্য কোষের সম্বন্বয়ে গঠিত।

ত্বকের সর্বাপেক্ষা বাহিরের অংশকে বলে বহিঃত্বক, এ অংশ স্তরীভূত আবরনী কলা দ্বারা গঠিত। বহিঃত্বকের নীচে রয়েছে মূল ত্বক। এ ত্বকেই রক্তনালী বেশী থাকে। শীতকালে ঠান্ডা এবং শুস্ক আবহাওয়ার দরুন বহিঃত্বকের কোষ দ্রুত শুকিয়ে পানিশূন্য হয়ে যায়। যে হারে দেহের ত্বক থেকে পানি বাষ্পীভূত হয়, ঠিক সে হারে দেহ ওই কোষে পানি সরবরাহ করতে পারে না।

তাই কোষগুলো মারা যায় এবং তখন, ত্বক ফাটা ফাটা বলে মনে হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.