জিলাপি বিক্রি
আপনি বেকার থেকে মুক্তি পেতে পারেন এই শীতে শুধু জিলাপি বিক্রি করেই। শহরের ফুটপাতেও এই শীতকালে সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত চলে জিলাপি খাওয়ার আসর। আর কি? এই সুবর্ণ সুযোগটি আপনি কাজে লাগিয়ে হয়ে উঠতে পারেন সময়ের একজন আদর্শ জিলাপি বিক্রেতা। বলা তো যায় না এই জিলাপি বিক্রি করেই আপনি হতে পারেন হালজমানার লাখোপতিদের একজন।
শীতকালীন সবজি বিক্রি
শীতকাল এলেই আমরা দেখতে পাই হরেক রকম সবজির সমাহার।
লালশাক, লাউ, পাতাকপি, ফুলকপি কিংবা মুলা বা শিমসহ আরও কিছু সবজির সমাহার। সো আপনি বেকার হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। আপনি ইচ্ছা করলেই হতে পারেন হালের সবজি বিক্রেতাদের একজন।
খেজুরের রস বিক্রেতা
বেকারদের এই রস বিক্রি আইমিন গাছি হওয়ার একটা মহা সুযোগ এই শীতকালে। খেজুর রস বিক্রি করে কিংবা গুড় বিক্রি করে আপনি পাল্টে দিতে পারেন আপনার বেকারময় জীবন।
সো আর দেরি কেন? আজই নেমে যেতে পারেন এই আদর্শ কর্মটিতে।
মোয়া বিক্রি
শীতকাল আসা মানেই তো মোয়া খাওয়ার ধুম। মোয়া খাওয়া ছাড়া শীতকাল কল্পনা করাই যায় না। তাই বেকারদের নো টেনশন ডু ফুর্তি, এই মোয়া বিক্রি করেই পাল্টে দিন আপনার বেকারময় অবহেলিত জীবন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।