দিবা স্বপ্ন দেখতে ভাল লাগে কেন
ডিজিটাল (মাতাল) সরকার আবারো ডিজিটাল তামাশা দেখাইল
""" শীতকালে ৩৫ ট্রেনের নতুন সময় নির্ধারণ
কাগজ প্রতিবেদক : সময় এক ঘণ্টা এগিয়ে থাকার সিদ্ধান্ত শীত কালেও বহাল থাকায় ৩৫টি ট্রেন ছাড়ার ক্ষেত্রে নতুন সময় নির্ধারণ করেছে রেলওয়ে কর্র্তৃপক্ষ। ভোরবেলায় ছেড়ে যাওয়া বেশিরভাগ ট্রেনের যাত্রার সময় ৩০ মিনিট থেকে একঘণ্টা পিছিয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। তবে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ছাড়ার সময় ১৫ মিনিট এগিয়ে এনে সকাল সোয়া ৮টা করা হয়েছে। গতকাল শনিবার থেকেই নতুন সময় কার্যকর করা হয়েছে।
ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়ায় শীত মৌসুমে সকালের ট্রেনে যাত্রা করতে বিপাকে পড়ছেন যাত্রীরা।
এর ফলে সবগুলো রুটে যাত্রী কমে যাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ নতুন সময় নির্ধারণে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মোঃ বেলায়েত হোসেন।
তিনি বলেন, যাত্রীদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোরে প্রচুর শীত থাকায় যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে বলে জানান তিনি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন সময়সূচির আওতায় পূর্বাঞ্চলের ২৩টি এবং পশ্চিমাঞ্চলের ১২টি ট্রেন চলাচল করবে। এর মধ্যে আন্তঃনগর, মেইল, লোকাল ট্রেনও রয়েছে।
সিলেট থেকে জয়ন্তিকা এক্সপ্রেস সকাল সোয়া ৭টার পরিবর্তে সাড়ে ৭টায় এবং দেওয়ানগঞ্জ থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস রাত ২টা ২০ মিনিটের পরিবর্তে ভোর ৬টায় ঢাকার উদ্দেশে ছাড়বে। ঢাকার সেনানিবাস স্টেশন থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ছাড়বে সকাল সোয়া ৮টার পরিবর্তে ৮টা ৩৫ মিনিটে। ""
আজকের ভোরের কাগজের লিংক
এক এক করে সব টাইমিং ই কম বেশী পরিবর্তত করা হল ((শুধু স্কুলের টাইম ছাড়া )) , এত কিছু না করে টাইম আগের যায়গায় নিয়ে গেলেই পারে।
এটাই প্রমাণ করে সরকার কতটা গুয়ার্তুমীর পরিচয় দিচ্ছে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।