মামার ফেব্রিক্সের দোকানটা যেন আমার কাছে সবচেয়ে পছন্দের স্থান,সবচেয়ে ভাললাগার স্থান|মামার দোকানে বসেই কেটে যায় পুরাটা ছুটির সময়|সেই সকাল সাতটার সময় এসে চেয়ার নিয়ে বসে সাড়ে নয়টার সময় উঠি|এমনকি শুক্রবার তো সাত থেকে বার,তিন থেকে পাচঁ,আট থেকে যতক্ষন না ঘুম আসে| আর তাহল ওই মেয়েটি!যাকে আমি একটি মুহুর্ত চোখের আরাল করতে চাইনা,আর ছুটির দিন বলে কথা তখনতো একদম না|আমার বাড়ি আসা শুধু মাকে আর ওকেই দেখার জন্য|এখানে বসটা নিয়ে ওরা ভীবিন্ন কখা উসকানি করে,মাঝে মাঝে ওদের প্রতি খুব রাগ ওঠে যখন ওরাই অসময়ে আমাকে অন্য জায়গায় যাওয়ার জন্য কিন্তু যতই রাখ ওঠুক না কেন ওদের কথা তো শুনতেই হবে কারন ওরাই তো সবচেয়ে আপন ।আমার সমস্ত বিপদ আপদে ওদের খুজে পাই ওরা আমার সাথে কোন সময়ই খারাপ কাজ করে না।আমার যখন টাকা কিংবা কোন কিছুর দরকার হয় ওদের কাছে থাকলে চাবার সাথে সাথে দিয়ে দেয় ।ওরা সব সময় ওর প্রতি খেয়াল রাখে । যাই হোক মামার দোকানে যথন বসে থাকি তথন ও ভিবীন্ন অযুহাত নিয়ে বাইরে বাহির হইয়া আসে ।তথন আমার মনের ভিতর কেমন অনুভুতি হয় ওকে দেখলে থুব ভাল লাগে মনে চায় সারা জিবন এমনি করে ও আমার পাশে সামনে কিংবা জড়িয়ে থাকত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।