বলেন মামা, 'ইশ
অল্প ক'টা রানের জন্য
সেঞ্চুরিটা মিস।
গোটা দশেক চার
সাথে আটেক ছয়,
একশো হতে আর
থাকলো বাকী কয়!!
হিসেব কষে নিজে
ব্যাট ধরেছি ক্রিজে,
লাগছে ভালো কিযে
সুখ স্বপনে ভিজে।
প্রথম বলে ভীষণ জোড়ে
মেরে দিলাম ছয়,
মারের চোটে লাল বলটা
দুই টুকরো হয়।
শূণ্যে উঠে দুই জনেই
দুই দিকে দেয় পাড়ি,
ছয় দু'গুণে বারোটা রান
ভীষণ বাড়াবাড়ি!!
এলো নেমে টুকরো দু'টি
জমে গেছে ম্যাচ,
দুই ফিল্ডার দুই দিকে
ধরে নিলো ক্যাচ।
নেই কোন আর দাউট
এক বলেই দু'বার হলাম
আমি শূণ্য রানে আউট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।