আমাদের কথা খুঁজে নিন

   

গীতাঞ্জলি

দৌড়াও! জীবনের জন্য দৌড়াও! ||৭৫|| দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে- নইলে কি আর পারব তোমার চরণ ছূঁতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরান আমার পারি নে তাই পায়ে ধুতে। একদিন তো ছিল না মোর কোনো ব্যাথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ঐ শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে- দিয়ো না গো, দিয়ো না আর ধুলায় শুতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।