আমাদের কথা খুঁজে নিন

   

পেপসি কোকা কোলার নাম লোগো

কয়েক দিন ধরে দেখতেছি PEPSI, COCA- COLA নিয়ে একটা লেখা জাতে বলতেছে পেপসির পূর্ণরূপ হচ্ছে Pay Every Penny to Save Israel. কিন্তু কথা হচ্ছে এটা কে কথায় প্রথম পেল আর তার ভিত্তি কি? আমার মনে হয় পেপসির ইতিহাস টা জানা দরকার। পেপসি প্রথম ছালু হয় ১৮৯৮ সালে নর্থ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্রে। এর নামকরণ হয়েছে পেপসিন নামক এনজাইম ব্যাবহারের জন্য। পেপসিন মানুষের খাদ্য হজম এ প্রয়োজনীয় অন্যতম একটি এনজাইম। এটি মূলত আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে।

আর COLA শব্দটি এসেছে আফ্রিকার Kola নামক গাছ থেকে। এখন প্রশ্ন হল ইসরাইল এর সাথে তাহলে কেমনে এই সম্পর্ক হইল????? এর পর আসি COCA- COLA এর কথায়। এর লোগো আয়নায় দেখলে নাকি “লা মক্কা লা মুহাম্মাদ” দেখায়, যার অর্থ মক্কা ও মুহাম্মাদ কে না। এতাও ভুল একটা কথা। ভাল মানের ইসলামী সাইট গুলোতে এটাকে গুজব বলা হয়েছে।

নিচে একটা লিঙ্ক দিচ্ছিঃ http://islamqa.info/en/ref/107654 এমনিতেই মুসলিমদের পশ্চিমারা অসামজিক বলে... এই গুজব গুলোতে কান দিয়ে আমাদের লাভটা কি হয়??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.