আমাদের কথা খুঁজে নিন

   

কোকো কোলা ও পেপসি (আওয়ামী লীগ ও বিএনপি)

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল ধরা যাক আপনাকে গ্লাসে করে কোকোকোলা বা পেপসি পরিবেশন করা হলো। গ্লাস দেখে কি আপনি বুঝবেন কোনটা কোকোকোলা আর কোনটি পেপসি? আমি শতভাগ নিশ্চিত বাইরে দেখে কেউ বুঝবেন না। কেউ কেউ বেশি সংবেদনশীল আছেন যারা খেয়ে কিছুটা বুঝেন। তারপরও কনফিউশন থাকে।

আমাদের আওয়ামীলীগ ও বিএনপি একই রকম। সরকারি দল বা বিরোধী দলে থাকলে কে কোকোকোলা আর কে পেপসি তা বুঝা যায়। আজ আওয়ামী লীগ যা করছে ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিএনপি তাই করবে। আজ বিরোধী দলে থেকে বিএনপি যা করছে ভবিষ্যতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগও তাই করবে। এই পেপসি কোকোকোলার অভ্যাস ত্যাগ করা প্রয়োজন।

এটাতে কোলোস্টোরেল বাড়ে (নেতাদের শরীর দেখলে তা বোঝা যায়)। হার্টের অসুখ হতে পারে। ভাইরা তাই বেলের সরবত খান। লেবুর সরবত খান। এটা মুখরোচক ও পুষ্টিকর।

খালি খালি পেপসি কোকোকোলার পিছনে সময় নষ্ট করবেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।