আমাদের কথা খুঁজে নিন

   

অফিসের বসের কাছে কর্মীর পদত্যাগ পত্র ( মানুষ ব্লগিং এর জন্য কত কিছুই না করে/si] )

হতেও পারে মহোদয় আপনি কি জানতে চান কেনো আমি পদত্যাগ করতে চাই? আমি যেদিন থেকে আপনার অফিসে কাজ করি ,সেদিন থেকে আমি ব্লগিং করার সময় পাচ্ছিনা। যখন আমি ব্লগিং করার জন্য সময় করতে পারিনা , আমার পাঠকেরা আমার উপর রাগ করতে শুরু করে। যখন তারা রাগ করতে শুরু তখন তারা আমার ব্লগ আর ভিজিট করেনা। যখন পাঠকেরা আমার ব্লগ ভিজিট করেনা , আমার ব্লগের হিট তখন কমে যায় । যখন আমার হিট কমে যায়, তখন আমার মন খারাপ হয়।

যখন আমার মন খারাপ হয় , তখন আমি অনেক বেশী খাই । আর বেশী খেলে আমি মোটা হয়ে যাই । আর আমি মোটা হয়ে গেলে সেটা অবশ্যই কোম্পানীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। আপনার কোম্পানীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে , আপনার ব্যবসা খারাপ হবে। আপনার ব্যবসা খারাপ হলে ,আপনার মন খারাপ হবে।

আপনার মন খারাপ হলে ,আপনিও আমার মত বেশী খাবেন । আর বেশী খেলে আপনিও আমার মত মোটা হয়ে যেতে পারেন। দেখেছেন ,বিষয়টা কত ভয়ংকর হয়ে উঠতে পারে! আমি যা করেছি সবই আপনার ভালোর জন্য করেছি, কারন আমি আপনার ভালো চাই। তাই সবশেষে আমি বলতে চাই , আমি পদত্যাগ করতে চাই , আমাকে বাধা দেবেন না। আপনার অনুগত বি.দঃ এটা আমার কোন মৌলিক লেখা না , একটা বিদেশী ওয়েবসাইট থেকে অনুদিত  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৭ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।