নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন "মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬" আমার দেখার সুযোগ হয়নি এতদিন । আমার কাছে এ প্রোগ্রামটা তেমন একটা ভালো লাগত না । তাছাড়া বাসায় না থাকলে এসব অনুষ্ঠান দেখা হয়না । হলে থাকি, টিভি রুমে তো শুধু খেলা আর হিন্দি গান চলে !
যাহোক, হয়েছে কি , কাল এক বন্ধুর থেকে কয়েকটা পর্ব আনলাম । ফোল্ডারের নাম লেখা "আবু হেনা রনি" ।
আমি ভাবলাম এই রনিটা আবার কে? ভেতরে ঢুঁকে একটা পর্ব দেখেই বুঝে গেলাম রনি কী জিনিস !
যারা মিরাক্কেল দেখেন না, তাদের কে বলব, অন্তত বাংলাদেশের নাটোরের প্রতিযোগী আবু হেনা রনি এর একটা পারফরমেন্স দেখুন । আপনি হাসতে হাসতে পেতে খিল ফেলে দিবেন ।
রনি পারেনা এমন জিনিস আছে বলে মনে হয়না । নাচ, গান, অভিনয়, কৌতুক আরও কত কি! ওর পারফরমেন্স দেখে যখন ওদেশের বড় বড় অভিনয়শিল্পীরা ধন্য ধন্য করে, গর্বে আমার বুকটা ভরে যায় । ও আমাদের দেশের গর্ব ।
রনি ভারতের বুকে আমাদের মুখ উজ্জ্বল করেছে । ওখানকার সব ঝানু প্রতিযোগী রনির কাছে নেচি বিলাই ! সব কুপোকাত ! সবাই ওর পারফরমেন্স দেখা জন্য অধির আগ্রহে বসে থাকে । আমিও আজ থেকে অপেক্ষায় থাকব । আমিতো রনির ফ্যান হয়ে গেছি !
বন্ধুরা, আসুন আমাদের দেশি ভাই আবু হেনা রনি কে উৎসাহিত করি আর ওর জন্য দোয়া করি যেন ও বিজয়ী হয়ে দেশে ফেরে ।
আরেকটা কথা ।
রনির বাবা নাকি অনেকদিন ধরে অসুস্থ । এখানে নাটোরের কোন বন্ধু আছেন কি? থাকলে আওয়াজ দেন । আপনাদেরকে বলব রনির বাবার একটু খোঁজখবর নিতে । আর সবার কাছে চাইব দোয়া । আশা করি তিনি অতি শীঘ্র সুস্থ হয়ে উঠে ছেলের পাশে দাঁড়াবেন ।
তাঁর সোনার টুকরো ছেলেকে আরও উৎসাহিত করবেন ।
সাবাস রনি । সাবাস বাংলাদেশ ।
এই যা!
"আশেপাশে শুভঙ্কর দা নাই তো ? " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।