আহা আহা সখি, তুমি যাহা কর, মোর মনে লয় তাই... তোমার ফুলের পরাণে কেবল দিয়ে যায় বেদনাই। Click This Link
আগামীকালের 'মীরাক্কেল'-এ ক্ষমা চাইবেন জামিল আহমেদ
অবশেষে ইত্তেফাক বিনোদন প্রতিদিনে প্রকাশিত সংবাদের পর এবারে 'মীরাক্কেল' কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে আগামীকাল বিশেষ এপিসোডে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন বলে জানান।
মূলত গেল সপ্তাহে 'মীরাক্কেল'-এ বাংলাদেশের পাবনা জেলার পারফর্মার জামিল আহমেদ বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপত্তিকর কিছু একপেশে কমেডি পরিবেশন করায় ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। তারকা, নির্মাতা-কলাকুশলীসহ সারাদেশের মানুষ নিজেদের প্রিয় ক্রিকেটদলকে নিয়ে এ ধরনের ব্যঙ্গকারীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে। সেই প্রেক্ষিতে গত ১৮ মে ইত্তেফাক বিনোদন প্রতিদিনে 'মীরাক্কেলের জামিল আহমেদের ক্রিকেটব্যঙ্গ নিয়ে সারাদেশে নিন্দার ঝড়' শীর্ষক প্রতিবেদন ছাপা হয়।
এই প্রতিবেদনের প্রেক্ষিতে বিনোদন প্রতিবেদকদের বিরুদ্ধে মামলার হুমকিও দেন 'মীরাক্কেল'-এর মেন্টর সৌরভ পালোধি। এক পর্যায়ে নিজেদের অন্যায় বুঝতে পেরে এবং বাংলাদেশি দর্শকদের কথা চিন্তা করে পরবর্তীতে তারা তাদের অন্যায়ের জন্য ক্ষমা চাইবার সিদ্ধান্ত নেয়। এ প্রসঙ্গে সৌরভ পালোধিসহ মীরাক্কেল টিম গত ১৯ মে প্রায় মধ্যরাত পর্যন্ত মিটিং করে সিদ্ধান্ত নেন জামিল আহমেদের আরেকটি পারফর্মেন্স দিয়েই এই ক্ষমা চাওয়া হবে।
সৌরভ পালোধি একটি এসএমএস-এর মাধ্যমে জানান, 'আমাদেরও বিষয়টি খারাপ লেগেছে তাই আমরা জামিল ভাইকে দিয়েই একটি ভুল স্বীকার করিয়ে আগামী মঙ্গলবার তা টেলিকাস্ট করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি জামিল ভাইয়ের সেই পারফর্মেন্সের পরে সকলের ভুল ভাঙবে বলে আমাদের বিশ্বাস।
'
উল্লেখ্য, প্রতিবেদনটি প্রকাশের পর বিনোদন প্রতিদিন-এর ইনবক্সে অসংখ্য ই-মেইলে এ বিষয়ে পাঠকেরা তাদের ক্ষোভের কথা জানায়। অনেকে ইত্তেফাক কার্যালয়ে ফোন করেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ছাড়া আমাদের দেশীয় ব্র্যান্ডের সৌজন্যে পরিবেশিত এই অনুষ্ঠানটি বয়কটের কথাও তুলেছেন কেউ কেউ। কিন্তু তাদের অনুতপ্ত হওয়ার পর নিজেদের ভুল স্বীকার করে তারা কীভাবে ক্ষমা চান সেটিই এখন দেখার বিষয়। জি-বাংলায় আগামীকালকের পর্বে জামিল ক্ষমা চাইবেন বলে জানা গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।