শুক্রবার রাত থেকে নিখোঁজ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩৬) সোমবার সকালে তার ভাইয়ের মুঠোফোনে ফোন করে অপহরণের কথা জানান।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বলেন, ফোনকলের সূত্র ধরে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
অপহৃতের পরিবারের বরাত দিয়ে ওসি রুহুল আমিন বলেন, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকার উদ্দেশ্যে বোয়ালমারী থেকে ফরিদপুরে আসেন তিনি।
“সর্বশেষ রাত ৯টায় তার মুঠোফোনে স্ত্রী ফোন করলে কয়েকবার রিং হয়ে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোন যোগাযোগ করা যায়নি।
”
এ বিষয়ে গত শনিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রাজ্জাকের ভাই কামরুজ্জামন বলেন, “সোমবার সকাল ন’টার দিকে রাজ্জাক আমাকে ফোন করে বলে, আমি খুব বিপদে আছি। আমাকে বাঁচাও। আমি কোথায় আটকে আছি তা বলতে পারছি না। ”
এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান কামরুজ্জামান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।