আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফারদের উপকারে আসে এমন ১০০র ও বেশি কিছু প্রয়োজনীয় ওয়েব সাইট ----- না দেখলে মিস করবেন

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) যারা ফটোগ্রাফি ভালবাসেন এবং এই বিষয়ে ভাল জ্ঞান অর্জন করতে চান কোথাও কোন প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে শুধু মাত্র অনলাইন ও আশেপাশের মানুষের সাহায্য নিয়ে আমার মত তাদের জন্যই এই ছোট্ট আয়োজন .....। আমিও অনেকের মতই ফটোগ্রাফি ভালবাসি সেই ছোট বেলা থেকে .... আগে দুই তিনটা ফ্লিম ক্যামেরা নাড়াচাড়া করার সৌভাগ্য হলেও ডিজিটাল ক্যামেরা হিসেবে মোবাইল ছাড়া আর কিছুই তেমন একটা হাতে ওঠেনি ....। তবে ফটোগ্রাফি নিয়ে আমার স্বপ্নটা অনেক বড় । আর তা সত্যি করতে যা যা করার দরকার আমি তা করবো ইনশাআল্লাহ .। তবে সেই অপেক্ষার অবসান হয়তো কাল সকালে ঘটবে ... আমি নাইকন ডি ৫১০০ ক্যামেরা আমার বড় ভাইয়া কে দিয়ে কিনিয়েছি .. এবং সেটা কাল সকালে আমার খালাতো ভাই নিয়ে আসছে মধ্যপ্রাচ্য থেকে ..। এতদিন মোবাইল ক্যামেরা দিয়ে অনেক ছবি উঠিয়েছি যা ইতিমধ্যে আপনারা দেখেছেন এই ব্লগেই ২/৩টা পোস্টে.. যারা দেখেননি তাদের জন্য সুমনটোগ্রাফি প্রথম অংশ ... সুমনটোগ্রাফি আরও একটি অংশ কিছুদিন আগের পোস্ট এটা আমার ফ্লিকার একাউন্ট ,, এখানে মোবাইল ফটোগ্রাফি সব আছে ,, এতক্ষণ নিজের সাফাই গাইলাম দেখে হয়তো অনেকেই খুব বিরক্ত ..... এবার আসুন দেখি কিছু ওয়েব সাইট ...... ১: এখানে এর আগে শেয়ার করা কিছু ইউজফুল লিংক পাবেন ২ : এখানে ফটোগ্রাফি বিষয়ক টিপস , রিভিউ , পিডিএফ বুকস ,, আরও অনেক কিছু পাবেন । ৩ : এটিও একটা ফটোগ্রাফি টিপস এর জন্য ভাল সাইট ৪ : আচ্ছা এত কষ্ট না করে এই নেন একবারে ১৫১ টা সাইট এর লিংক আমি এর ভেতর থেকে প্রায় ৪০ টার মত সাইট বুকমার্ক করে রেখেছি কারন ও গুলো আমার খুব উপকারে আসে ,, আজ এই পর্যন্তই ,,, ভবিষ্যতে আবার কোন কিছু পেলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো .......... ধন্যবাদ ......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.