mamun.press@gmail.com দিনাজপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকর্মী নারী কনস্টেবলের শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর থানার ওসি এ টি এম আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
আমিনুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি সদ্য চাকরিতে যোগ দেওয়া এক নারী কনস্টেবলের শ্লীলতাহানির পাশাপাশি আরো দুই সহকর্মীর সঙ্গে অনৈতিক আচরণ করেন।
বুধবার রাতের এই ঘটনা পুলিশ প্রথমে চেপে যেতে চেয়েছিল, তবে ঘটনাটি প্রকাশ হলে সে চেষ্টা ব্যর্থ হয়।
এই ধরনের ঘটনার কথা বৃহস্পতিবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সরাসরি নাকচ করেন।
থানার কয়েকজন কর্মকর্তার মাধ্যমে ঘটনা জেনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরামপুর থানায় শ্লীলতাহানির চেষ্টার কোনো ঘটনাই ঘটেনি।
”
বিকালে অবশ্য মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে ওসি আমিনুলকে প্রত্যাহারের কথা নিশ্চিত করেন।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, “অধিকতর তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ”
নাম প্রকাশে অনিচ্ছুক বিরামপুর থানার একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, তিন নারী কনস্টেবলকে ওসি আমিনুল বুধবার গভীর রাতে তার কোয়ার্টারে ডেকে নেয়। তিনি তাদের অশোভন প্রস্তাব দেন এবং এক জনের শ্লীলতাহানির চেষ্টা করেন।
তিন কনস্টেবলের কাছে ঘটনাটি জেনে সহকর্মীরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।
এরপর ওই তিন নারী কনস্টেবলকেও দিনাজপুর পুলিশ লাইনে ফিরিয়ে আনা হয়। তারা গত ৩১ ডিসেম্বর বিরামপুর থানায় যোগ দিয়েছিলেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।