আমাদের কথা খুঁজে নিন

   

সহকর্মীর জন্য প্রার্থনা

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

কামালের মুখের দিকে তাকানো যায় না। ওর কষ্টের কিছুটা পরশ আমরাও পাচ্ছি। আমরা চেষ্টা করছি ওকে মেন্টালি সাপের্াট দিতে আর প্রার্থনা করছি অন্তর থেকে।

আল্লাহ পাক তুমি রহমত কর, তুমি হেফাজত কর। তুমি ছাড়া কোন উপায় নাই, মাবুদ। এসব পরিস্থিতিতে যা যা করতে হয়, প্রায় তার সবটুকুই করা হয়েছে। সাধ্য অনুযায়ী চলছে বিভিন্ন মহলে দেন দরবার-তদবির-অনুরোধ যেখানে যা প্রয়োজন। কামালের বোনকে গ্রামের বাড়ী থেকে সন্ত্রসীরা কিডন্যাপ করেছে।

মোবাইলে কয়েকবার যোগাযোগ হয়েছে সন্ত্রসীদের সাথে। একজনকে আটক করা হয়েছে কিন্তু বোন উদ্ধার হয়নি। ওফ! কি যে এক সময় পর হচ্ছে .... আল্লাহ তুমি কেন এই রকম করলা ? কেন তুমি সাধারন মানুষদের ভালোবাসতে শিখিয়েছ, কিন্তু ক্ষমতা দেয় নাই ভাংচুর করার ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।