আমাদের কথা খুঁজে নিন

   

সহকর্মীর গুলিতে কনস্টেবল আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কথা কাটাকাটির জের ধরে সহকর্মীর গুলিতে আনোয়ার (২৪) নামে এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে সাজেক থানার বাঘাইহাট ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবলকে প্রথমে খাগড়াছড়ির দিঘিনালা সেনা জোনে এনে চিকিৎসা দেওয়া হয়। পরে হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, সকালে আনোয়ার ও কনস্টেবল মুক্তাদিরের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তাদির ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে আনোয়ারকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করে। তবে কি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে তা জানা যায়নি। ঘটনার পরপরই মুক্তাদিরকে আটক করা হয়।

রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।