আমাদের কথা খুঁজে নিন

   

সহকর্মীর হামলাতে লন্ডনে গুরুতর আহত বাঙালী তরুণ



নিয়ম মেনে কাজ করতে গিয়ে গত ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার লন্ডনে সহকর্মীর হামলাতে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থী আশিক রহমান। লন্ডন লাইট নামের বৈকালিক পত্রিকা বিলির সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সহকর্মীদের ভাষ্যমতে, শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে কিংস ক্রস স্টেশন এর গেইটে আশিক রহমান তার টিম নিয়ে পত্রিকা বিলির কাজ করছিলেন। এ-সময় ওমর সোলাইমান নামে এক যুবক তার কাছে এসে দাবি করেন লন্ডন লাইট পত্রিকার নেটওয়ার্ক অফিস থেকে তাকে কাজের জন্য পাঠানো হয়েছে। আশিক ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্যে নেটওয়ার্ক অফিসে ফোন করে জানতে চান জিন্স পরিহিত ওমর সোলাইমানকে পত্রিকা বিলি করার অনুমতি দেবেন কিনা।

অফিস আশিককে জানায় ড্রেস কোড মান্য না করে জিন্স ট্রাউজার্স পরে কাজ করতে আসা সোলাইমানকে কাজ করতে দেয়া যাবেনা। আশিক অফিসের সিদ্ধান্তটি অবগত করা মাত্র ক্ষিপ্ত সোলাইমান হামলা চালায়। সোলাইমানের হামলাতে কিংস ক্রসের রাস্তাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে যান আশিক; এ-অবস্থাতেই সোলাইমান পালিয়ে যান। খবর: ইউকেবেঙ্গলির সৌজন্যে। http://portal.ukbengali.com/?q=node/259 ব্লগারদের মধ্যে যারা লন্ডনে থাকেন তাদের কাছে আহবান জানাচ্ছি যদি সম্ভব হয় আশিকের পাশে দাঁড়ান।

বিদেশ বিভূইয়ে গিয়ে একটি বাঙ্গালি ছেলে এভাবে আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমরা যদি তাকে একবার হাসপাতালে দেখতে যাই তাহলেও সে অনেকটা মানসিক শক্তি পাবে। এরকম পরিস্থিতির মুখোমুখি আমরা যে কেউ যে কোন সময় পড়তে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।