আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণ দেব তবু 'জান' দেব না

"আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য । বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত । ত্যাগেই মুক্তি, ত্যাগেই ভক্তি ত্যাগেই বসবাস তোমা তরে বন্ধু দিয়াছি বিলাইয়া এক মুঠো বুনো ঘাস। । চাও যদি তবে দিয়া দিব নাহয় জগতের যত তারা আসমান জমিন খুঁজিয়া আনিব স্বর্গীয় অপ্সরা।

। জগত জিনিয়া আনিলাম কত হিরা মুক্তা রাশি রাশি মেঠো পথের বাঁকে খুঁজিয়া পাওয়া সেই চিড়ল পাতার বাঁশি। উজাড় করিয়া দিব আজি তোমা তরে সব দান শিশিরের বুকে মৃদু সমীরণে প্রভাত ফেরীর গান। যা চাও আজি নিয়ে যাও সবি গার্লফ্রেন্ড কে নাহয় ডাকিব ভাবী, তবু এ বেলা করিও ক্ষমা (শতেক আরও আছে যে জমা! ) দোহাই খোদার রহম কর দৃষ্টি সীমার রাশ টেনে ধর। ‘শল্যবিদের’ ছুরির তলে প্রাণ যদি যায় যাবেই চলে।

জখমী হৃদয় আর নাহি চায় উহাকে ছাড়া করি কি উপায়! প্রাণ দেবো তবু 'জান' দেব না ডাক্তারনীর আছে যে মানা! উৎসর্গঃ ..... এবং ..... ; প্রেক্ষাপটঃ অবশ্যই নিকট অতীত। তথাকথিত "জান" লইয়া কিঞ্চিৎ টানাটানির উপাখ্যান।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.