এসো নীপবনে
- আজ আপনার শাড়িটা সুন্দর ছিলো
- অন্যদিনের গুলো বুঝি সুন্দর থাকেনা?!
- তা, না। কখনো মুখ ফুটে বলা হয়নি।
- গতকাল আপনার শার্টটাও দারুণ ছিলো
স্যার যেমন প্রশংসা করলো
- ও, স্যার প্রশংসা করলো বলেই
- না না তা কেন?
- বুঝেছি
- কিছু বুঝেননি, রাগ করছেন।
- না না রাগ করিনি, সত্যি কি জানেনতো
এইটা আমার সবচেয়ে সস্তা শার্ট
কিন্তু খুব প্রিয়ো।
শুধু দাম হলেই ভালো হয়, এমন নয়।
- হুম
- কেমন গরম পড়েছে বলেন তো?
- অসহ্য
- আপনার ঘরের জানালা কোনদিকে
উত্তরে না দক্ষিণে?
- কেনো বলেন তো?
- বলেন না
- পুবে
- সকালের সূর্যোদয় দেখেন নিশ্চয়ই।
- আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন
- কি বলবো বলুন
বাস্তুবিদ্যায় দক্ষিণের জানালা শুভ
এর ঠিক উলটো উত্তরের।
পশ্চিমে বাঁশ ঝাড়
আর পুবে পুকুর।
- আপনি এতো সব জানেন কিভাবে?
- না জানলেই ভালোছিলো জানেন?
জানাটাই আমার কাল হয়েছে
- কেন?
- পেছনে আমার ভিন্ন নাম জুটেছে।
- কি?
- জানি না, তবে আন্দাজ করতে পারি
কি নাম দিয়েছেন আমায়?
- জানি না।
- বলবেন না তো, আপনার নামটা কিন্তু জানি
- কি?
- পুতুল।
পেছনের জনের নাম ঢংগী, আরেক জন ব্যাঙা
একজন সুতা কৃমি, আরেকজন আলুর বস্তা
- কে বললো আপনাকে?
- জেনেছি।
(বেশ কিছুক্ষণ নীরবতা)
- কি পুতুল ম্যাডাম, বলবেন না আমার নামটা?
পুর্নাইয়া পন্ডিত না সব জান্তা শমসের, না অন্য কিছু?
- জানি না, আজ যাই।
- ঠিক আছে, ভালো থেকেন।
- আপনিও
- হুম, শুভ রাত্রি
- শুভ রাত্রি
- টাটা এন্ড গুড বাই
- বাই…
কথামালা- ১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।