আমাদের কথা খুঁজে নিন

   

কথামালা

ইমন সরওয়ার

আমি কী সুরমা জানি, জেনেছি কেবল মেঘেদের ঘর ও-মেঘ ভাসিয়ে নাও বার বার, ও-আমার সোনারোদ যারা ছিল এই পথে বহুদিন মোসাফির এখনও জানি না ঠিক তারা আজও কতটা অটল, স্থির। তুমি মেঘবতি হও, ঐখানে রেখে যাবো সূর্যের ছাপ সন্ন্যাস জীবন নেবো সঙ্গে নিয়ে তোমার উত্তাপ। মেঘের তুরণ কেটে একদিন সত্য হবো স্তবক ভেঙে একদিন চূর্ণ হবো চূর্ণ-কণার মুখ তুলে রেখো তোমার অঙুলে ... জলযোগ জানে যারা, সত্যকূর্ণিশে নত হই তাদের জন্য কিছু কথামালা রেখে যাবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।