একটা আকাশ ছিল আমার হাতে যখন তুই আমার পাশে ছিলি । রাতকে কখনো রাত আর দিনকে দিন মনে হতো না আমার কাছে । রাত আর দিন একই ছিল, তুই ছিলি সবচেয়ে দামি । আমার নিজের কাজে বেশি মনজোগ ছিল না আমার মনজোগ ছিলি তুই শুধুই তুই । ঠিক ৮ ঘণ্টা ঘুমিয়েছি সর্বশেষ কবে আমার ঠিক মনে নেই ।
তবে এতুটুকু মনে আছে তোর জন্য কত রাতের পর রাত জেগেছি । শুধু তোকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখেছি, রাত জেগে না ঘুমিয়ে না পড়ে । তোর কি মনে আছে যখন আমার মন খারাপ থাকত তুই আমার মন ভালো করার জন্য কি না করতি । আমাকে কিভাবে হাসানো যায় তার জন্য কত নাটক, কত বায়না, কতা মিথ্যা কথা । সবই আমার ভালো লাগত, ভালো লাগত তোর মিষ্টি মধুর কথা আর শাসন ।
আমি তর কথা তর রাগ সোনার জন্য যে কত মিথ্যা মিত্থি ভুল কাজ করেছি, জেন তুই আমাকে মিস্তি কন্থে রাগাল ভাবে আমাকে রাগ করিস আর আমার ভুল ধরিয়ে দিস । তুই কি ভুলে গেছিস মনে পড়ে না তর । আমি না ভুলতে পারিনা । এখন রাতে ঘুমাইনা । এক্সময় রাত জাগতাম বেচে থাকার সপ্নে, আর এখন রাত জাগি বিদায় নেওার সপ্নে।
আমিতো তকে অনেক আগেই ভুলে জেতাম কিন্তু তর স্মৃতি তো আমাকে ভুউলেতে দেয় না । শুধু কষ্ট দেয় । আমি কষ্টে আছি তুই কেমন আছিস??।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।