আমাদের কথা খুঁজে নিন

   

কথামালা- ৭

এসো নীপবনে
এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো।

তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা।

তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো। কথা মালা- ৭ - আপনার ইন্টারভিউ কেমন হলো? - আপনি কি করে জানলেন? আমিতো কাউকে বলিনি! - ইচ্ছে থাকলে জানা যায় - আমার প্রতি আপনার ইচ্ছে আছে! - ইন্টারভিউ কেমন হলো বলেন - হলো, ঐ আর কী - ঐ আর কী, মানে কী? ভালো হয়নি? - ভালো না মন্দ বুঝতে পারছিনা।

- মানে? - মানে, এক স্যার প্রশ্ন করে আরেক স্যার উত্তর দেন আমি শুধু মাথা নেড়ে বলি, জ্বী স্যার, জ্বী স্যার - বাহ মজা তো, বলেন কী তবে তো প্রমোশন নিশ্চিত - জানি না - ইন্টারভিউ ভালো হয়েছে তো তাই এতো ভাব, না? - ছি, ছি, কি বলেন, মোটেই সত্যি না। - তবে বলছেন না কেন, কী জিজ্ঞাস করলো? - এই হাইট কত, ওয়েট কত? আরো ওয়েট কমাতে হবে নিজেকে ফিট রাখতে হবে, এই সব হাবিজাবি। - এইসব কোনো প্রশ্ন নাকি? - তবেই বুঝুন? এই সাধারণ প্রশ্নেই ঘাবড়ে গেছি। - বলেন কি? - হুম, আমার ওজন ৫৬ না বলে বলেছি ৬৫। - তারপর? - ডি, এম, ডি স্যার জিজ্ঞাস করলেন, ৬৫? সাথে সাথেই বুঝতে পারলাম, উল্টো বলে ফেলেছি এই সব যাদের প্রশ্ন করে তাদের প্রমোশন দেয়, না দেয় না কি করে বুঝি বলুন তো! - আর কিছু জিজ্ঞাস করেনি? - হ্যাঁ করেছিলো? - এই শুক্র-শনিবার কি করি? - কি বললেন? - আমি কিছুই বলিনি, আরেক স্যার পাশ থেকে বলে দিয়েছেন ‘নিশ্চয়ই মার্কেটিং করেন, তাইনা?’ আমি শুধু মাথা নেড়ে বলেছি, জ্বী স্যার।

- হাঃ হাঃ হাঃ ডাহা মিথ্যা কথা - আলবাত মিথ্যা কথা। রবি থেকে বৃহস্পতিবারেই করি না, আবার শুক্র-শনিবার - তবে সায় দিলেন কেন? - বসদের সন্তুষ্ট করতে সত্য-মিথ্যা সব কিছুতে সায় দিতে হয়। - বিজনেস নিয়ে কিছু জিজ্ঞাস করেনি? - নাহ - টার্গেট? - হু, ওইটা দিয়েছে - কত? - বেশি না, মাত্র পাঁচ কোটি। - পাঁচ কোটি!!!! - হু - দিলো আর নিয়ে এলেন? - কি করবো বলুন? আগে প্রমোশনতো হোক - সেই - আপনি হলে কি করতেন? - জানি না - সামনে জুনের পরতো আপনাদেরও ডাকবে, না? - হু - আপনাদের হয়ে যাবে - কি করে জানেন? আপনি কি সব জানা শমসের? - না, আমি কিছুই না জানা অপূর্ব - থাকেন - কোথায়? - ফেসবুকেই থাকেন আমি গেলাম - এখনই চলে যাবেন? - হুম, গুড নাইট - গুড নাইট। কথামালা- ৬ কথামালা- ৫ কথামালা- ৪ কথামালা- ৩ কথামালা- ২ কথামালা- ১
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।