আমাদের কথা খুঁজে নিন

   

পর্ব ২০- ☃ আজ আমার জন্মদিন ☃- ফটুক তোলা শিখতে চাইলে আমার শিষ্যত্ব গ্রহন করো...

শুভ জন্মদিন - পাঙ্খাবাবা চলো দেখি জন্মদিনের ছবিগুলি কিভাবে তুলবে - এপারচার প্রায়রিটি মোড এ ছবি তুলতে চেষ্টা করো কারণ কোন অনুষ্ঠানে ঘটনাগুলো খুব তারাতারি ঘটতে থাকবে যদি ম্যানুয়্যাল মোড ব্যবহার করা হয় তাহলে ছবির সঠিক এক্সপোজার সেট করতে করতে মিসহয়ে যেতে পারে কোন গুরুত্বপূর্ণ কোন মুহূর্ত। এক্ষেত্রে কিছু প্রশ্ন চলে আসতে পারে... এপারচার প্রায়রিটি কেন? সাটার স্পিড প্রায়রিটি না কেন? অটো মোড কেন নয়? হাতে যদি থাকে ডিএসএলআর অতে অটো মোড টা সর্বশেষ বিবেচ্য পদ্ধতি হওয়া উচিৎ বলিয়া মনে করি। সাটার স্পিড প্রায়রিটি দরকার মনে করি না এই কারণে এক্ষেত্রে অনুষ্ঠানে গতিময় কিছু থাকবে না যার জন্য মোশান ফ্রিজ করার দরকার মনে হইবে। যদি ফ্লাশ থাকে তাহলে সাটার স্পিড নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন আছে বলিয়া বোধ হয় না। বাকী রইলো এপারচার প্রায়রিটি মোড - এই ক্ষেত্র দুইটি সুবিধা বিদ্যমান ১.ডেপ্থ ওফ ফিল্ড যদি খুব ছোট বিষয়কে ফোকাস করতে হয়, যেমন মোমবাতি , জুয়েলারি বা কোন নিদৃষ্ট ব্যক্তিকে ফোকাস করতে , ক্যামেরার এপারচার বা এফ নম্বর কমিয়ে তা করা সম্ভব।

গ্রুপ ছবি তুলতে অনুষ্ঠানে (গ্রুপ ছবি একটি বহুল ব্যবহৃত বিষয়) এপারচার বা এফ নম্বর বাড়িয়ে নিয়ে সবাইকে ফোকাসে আনা সম্ভব। মনে রাখতে হকে সবাই যাতে ফোকাসের মধ্যে আসে। এবং সাটার স্পিড ৬০ এর নীচে নামা উচিৎ নয়। ২. ছবির শার্পনেস এপারচার প্রায়রিটি মোডে ছবির শার্পনেস নিয়ে কাজ করা যায়-অনুষ্ঠানের ছবিতে অধিকাংশ গ্রাহন একটু soft-dreamy effect চায় এফ নম্বর কমিয়ে নিয়ে এই effect টি দেওয়া যাইতে পারে। জুম/টেলি লেন্স জুম/টেলি লেন্স ব্যবহার করতে চেষ্টা করো হে ...বেশী ফোকাল লেংথ 200mm লেন্স থাকলে অনেক উপকৃত হইবে অনুষ্ঠানের ছবি- আর যদি সেটা হয় জন্মদিন তাহলে একজনকে ঘিরেই অনুষ্ঠান এবং কাংখিত/অনাকাংখিত ভাবে সবসময় ভিডিও বা ছবি তুলতে থাকবে সবাই এর মধ্যে original expression পাওয়াটা খুব কঠিন হইয়া দাড়াইবে।

একমাত্র জুম/টেলি লেন্স তোমাকে এই বাধা থেকে পরিত্রান দিতে পারে । চলে যাও একটু দূরে যাতে বুঝতে না পারে তুমি তার ছবি তুলছো। জুম/টেলি লেন্স ব্যবহার করিয়া original expression সহ গোটা কতক ছবি তুলে ফেল হে। জুম/টেলি লেন্সে আরও একটি ফাটাফাটি সুবিধা পাইবে তা হইলো ঝাপসা Background। সবাই পছন্ত করবে।

Perspective change এটাকে Eye Level change করাও বলা যাইতে পারে । একই উচ্চতা থেকে ছবি না উঠানোই শ্রেয়। নীচে বা উপর থেকে চেষ্টা করলে আশা করি বেশ কিছু ডিফারেন্ট কিছু পার্সপেক্টিভ পাওয়া যাইবে। রুল অব থার্ড Rule of Third মানিয়া ছবি তুলো হে। সেন্টার অব ইন্টারেষ্ট Center of Interest দিকেও লক্ষ্য দিবে।

গোল্ডেন রেশিও Golden Ratio যদি মানা হয় ছবি আকর্ষনীয় হইবে। স্পেস Space এর ক্ষেতে নেগেটিভ এবং পজেটিভ স্পেস সমন্নয় করা অবশ্যই উচিৎ। যদি কোন আলোর প্রতিফলন খুজে পাও সেটাকে তোমার ছবিতে জায়গা দাও, রিফ্লেকশন ছবিকে আরও আকর্ষনীয় করে তুলবে। অবশ্যই জন্মদিনের কেক এর বেশ কিছু ছবি তুলতে ভুলো না। অতীব লক্ষনীয় - পরিপূর্ণ কোন অনুষ্ঠান কভার করতে হলে বাদ দেওয়া যাবে না কোন কিছুই চারিদিকে সাজ সজ্জার দিকে খেয়াল করো হে .... খাবারের দিকেও ক্যামেরা তাক করতে ভুলো না ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.