আমি মুক্ত, আমি স্বাধীন। মুক্ত চিন্তা আমার ধর্ম। ১. ভালো প্রেমিকাঃ এই প্রমিকা সব সময় আপনারে ভালবাসবে। আপনাকে বুঝতে চেষ্টা করবে কিন্তু দুঃখের কথা এদের সংখ্যা আজকাল কমে আসতেছে। এই ধরনের প্রেমিকা পাওয়া ভাগ্যের ব্যাপার।
২. পেটুক প্রেমিকাঃ এই ধরনের প্রেমিকার সাথে প্রেম করলে খবর আছে , ভালোবাসা কম হবে কিন্তু খাইতে খাইতে আপনার পকেট মিরপুর স্টেডিয়াম কইরা ফেলবে। খাওয়াইতে খাওয়াইতে মোগল সাম্রাজ্যের সম্পত্তিও শেষ হয়ে যাবে কিন্তু উনার পেটের এক কোনাও ভরবে না।
৩. দারোগা প্রেমিকাঃ এই প্রেমিকার সামনে ভুলেও অন্য মেয়ের দিকে তাকালে খবর আছে। আশ্চর্যের বিষয়, এই ধরনের প্রেমিকা সাথে থাকলে কেন জানি অন্য মেয়ের দিকে খালি তাকাইতে মন চায়
৪. ধরা খাওয়া প্রেমিকাঃ এই ধরনের প্রেমিকা মোবাইলে কথা কইলে বাসায় ধরা খায়,আপনার সাথে দেখা করতে আসলে বাপ-চাচার হাতে ধরা খায়,ধরা খাইতে খাইতে সময় যায়, প্রেম আর করা হয়না।
৫. রোগী প্রেমিকাঃ এদের ১২ মাসই অসুখ থাকে।
প্রতিদিনই আপনারে বলবে,পেট ব্যথা, হাঁটু ব্যথা , কানে ব্যথা , পোকা কামড় দিছে, ডাইরিয়া , আমাশয় দুনিয়ার এমন কিছু নাই ওদের হয় না । এগুলা শুনতে শুনতে আপনার নিজেরও ব্যথা শুরু হবে।
৬. বিয়া প্রেমিকাঃ এরা বড়ই ভয়ংকর। দুই দিন পর পর ফোন করে আপনারে বলবে,"জান,আমার ত বিয়া ঠিক হইয়া গেছে"। আপনি তখন টেনশনে রাতে ঘুমাইতে পারবেন না।
দুইদিন পরে বলবে,এইবার বিয়া বাতিল হয়ে গেছে , আমার জন্য আরও ভালো পাত্র খুজা হইতেছে।
৭. বিশ্ব প্রেমিকাঃ এদের সাথে প্রেম করলে আপনার জীবন কয়লা। সারাদিনই আপনারে বলবে,"জানো অমুক ছেলে আমারে পছন্দ করে , তমুক ছেলে আমারে দেখে চোখ টিপ মারে" । উনার নিজের প্রেমিক ছাড়া দুনিয়ার সব ছেলেদের প্রতি উনার মারাত্মক আকর্ষণ থাকবে।
৮. শক্তিশালী প্রেমিকাঃ এদের সাথে সহজে প্রেম না করাই ভালো।
এরা খুশি থাকলেও আপনারে মারবে , রাগ করলেও আপনারে মারবে। মাশাল্লাহ... মাইরের পাওয়ার ও মারাত্মক । কিছু বলতেও পারবেন না , বেক্কলের মত দাঁত বাইর কইরা খালি হাসতে হবে।
৯. ফেসবুক প্রেমিকাঃ ফেসবুকে এদের সাথে প্রেম হয় । এদের এডিট করা ছবি দেখে আপনি পাগল হয়ে যান।
যখন সামনা-সামনি দেখা হয় তখন কেন প্রেম করলেন এইটা ভেবে আবার পাগল হয়ে যান।
১০.ছাইয়া প্রেমিকাঃ এরা হইল হিজড়া ... এরা ফেসবুকে আপনারে "দুষ্টু, জান্টুস" এইগুলা বলে প্রলোভিত করবে । সাবধান, ফান্দে পা দিয়েন না...তাইলে সব শেষ ........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।