বিস্ময় মুছে দিও না...
প্রেমিকার ছবি দেখে
ছবি কথা বলে, ছবি কথা বলে
শুনেছো কি কখনো এমন?
নির্ঘাত মনোবিকল লোকটা।
আলস্য দোষের আকার গায়ে মেখে
সর্ব সাধন সিদ্ধ করে
এ-এক অদ্ভুত ভ্রান্তি।
সাজ সজ্জার ধার না ধরে
এ-কী কথা
গাও না ভাই মিলন সঙ্গীত
প্রেম কি এতো সহজ?
প্রেম বোঝে না লালন সেনা!
প্রেম বোঝে না, প্রেম বোঝে না
কল্পঘোরে স্বাদ কী বলো
তৃষ্ণা ব্যাকুল দণ্ড মেনে
ভাল্লাগে না, ভাল্লাগে না আয়ুব্যাধি।
শুনবো না আর ওসব কথা
গল্প গাঁথা ছেলে ভোলানো-
শহর সভ্য যন্ত্র বিভ্রাট
পল্লী জীবন শান্তি ছায়ার
শুনেছি অনেক বাক্যের বাগাড়ম্বর।
আমরা আছি, আমরা বাঁচি
সারাৎসারে শান্তি লোভী
সুখের আশায় ঘন্টা গুনি
আর কিছু নয়
তুমি শুধু তোমাতে আমি।
সাধক মন তবু বলে যায়
ছবি কথা বলে, ছবি কথা বলে
গাও না ভাই একবার মিলন সঙ্গীত-
ঈশ্বরী ঠিক জানেন
ব্যাথা ও ব্যাথিতের চাতকী রহস্য,
কোন ইশারায় ভক্ত হৃদয় পাগলপারা
এক নিমেষে ভবহারা পূর্ণ প্রাণ।
ছবির কায়া ভীষণ মায়া
ঠিক চিনেছি মিল-মোহনা
ঈশ্বরী ও আমি, আমি ও ঈশ্বরী।
১০/০৩/১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।