আমাদের কথা খুঁজে নিন

   

নূপুর আমার প্রেমিকার নাম!

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! (১) পোষা টিয়ার পায়ে রুপার নুপর। নুপুর পায়ে কাব্যদেবী । নাচে, তার গায়ে সহস্র বনময়ুর, আমরা নাম জানি না। দেবী নুপুর পড়লে আমাদের ঝিমঝিম বৃষ্টির আনন্দ। আমি ঢেঊ বাধি, ঊন্মাতাল , তখন শুধু নুপুরের-ই রিনিঝিন শুনতে পাওয়া যায় ! (২) কিশোরীর পায়ের নুপুর একা! ব্যর্থ এবং বিস্ময়কর! আমাদের দিকে তাকিয়ে , তৃষ্ণার্ত বালুচরের মত! একাকীত্বের নিজস্ব গান আছে, নুপুরেরও। আছে লুকানো আনন্দও! তোর নুপুর গান গাইলে দেয়ালে দেয়ালে রোদের ক্যানভাস আর বাতাসে শিষ কেটে যায় স্মৃতির অসুখ! (৩) নূপুরের রিনিঝিনি আসলে কি, কে জানে? হয়ত সবই মেঘরমণীদের নাচের কলার বিভ্রান্তি , রুপালী রঙ এর ভেলকিবাজি, সমুদ্রের চেয়ে ঘোরময়! নূপুর বিষয়ক কিছু লিখেই কেটে দেই , জ্যোৎস্না ও নূপুরের অভিন্ন বেদনা জমা রাখি পাখিদের কাছে, এমন কি অন্ধতীরন্দাজের ব্যথাও! আসলে, নূপুর আমার প্রেমিকার নাম! হাওয়াসাইকেলে ভ্রমণ তার গন্ধের পিছু পিছু! আমি তাকে কখনো দেখেনি, ঘাসফুলেরা সাক্ষী !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।