আমাদের কথা খুঁজে নিন

   

জড়িয়ে নিয়েছো ভালোবাসায় যত

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! নিজেকেই নিজের কাছে অবাক মনে হয় বরং, কিভাবে বলি ? বলি, তোমাকেই ওসব ! খুব বেশী সহ্য করো ভালোবাসো বলে, খুব বেশী মমতা রক্তেমাংসে বইছে বলে । বাস্তবিকই, কেবল আমি ফায়ারম্যানই হৃদয়জুড়ে তোমার, আততায়ী ভালোবাসার ! নইলে, ভালোবেসেছো, কাছে নিয়েছো এত । অথচ, রক্তমাংসে স্বপ্ন এতটুকুনও নেই কীভাবে ? পুড়িয়ে পুড়িয়ে ফায়ারম্যান কেবলই হৃদয় করি ছাই ! জানি, আগামীর লাশ হয়ে ভেসে যেত বর্তমান আমার । স্বপ্নের পর স্বপ্ন মাড়িয়ে কেবল সমাধিফলকই হতো বিবর্ণ অতীতের । অসীম মমতায় রেখেছো বাঁচিয়ে, রেখেছো জাগিয়ে জীবনের নন্দন কাননে । অথচ, ক্ষিপ্ত লাভার মুখে ফেলে বড্ড বেশী শিখে গেছি চলে যাওয়া । শিখেছি সমস্ত রাত্রি কাঁপিয়ে স্বপ্নশূন্য আততায়ী হতে । এরপরও যতই আঁধারে এগোই, তারচে মমতায় জড়িয়ে নাও বড় বেশী পবিত্র ভালোবাসায় ! ২৯ মার্চ ২০১৩ দুপুর, উত্তরা ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.