কালের সাক্ষী সকাল বেলা 'আমাদের সময়' পত্রিকার পাতায় চোখ পড়তেই মনটা খারাপ হয়ে গেল ,,,, গতকাল (৮ জানুয়ারী) সড়ক দূর্ঘটনায় চলে গেলেন সাংবাদিক দীনেশ দাস । তিনি আর আসবেন না । কারো সঙ্গে তার আর মান অভিমান হবে না , কিন্তু মানুষ তাকে স্বরণ করবে , হয়ত ভুলেও যাবে কয়েকদিন পরে । যাক না ~! তাতে তার কি বা আসে যায় ? কিন্তু একজন মানুষ মরার পরও তার সঙ্গে এমন ব্যবহার কি কারো কাম্য ? তিনি সর্বশেষ 'আমাদের সময়' পত্রিকার সাংবাদিক ছিলেন, আর এক দেড় মাস আগে তার চাকরীটা চলে যায় । কারন ছিল পূর্বের সম্পাদকের সঙ্গে তার ভাল সম্পর্ক । তাইতো দায়সারা ভাবে ব্যাক পেজে ছোট করে একটু সংবাদ প্রকাশ করে যেন মৃত্যুর পরও তাকে শাস্তি দিল তারা । অথচ টিভি চ্যানেল থেকে শুরু করে নামি দামি সব পত্রিকা তার মৃত্যুর সংবাদটাকে গুরুত্ব দিয়ে ছেপেছে । অথচ তারই মাস দেড়েক আগের অফিস"আমাদের সময়"এ তার জন্য সামনের পাতায় এক খন্ড যায়গা হল না । তাহলে এই যদি হয় সাংবাদিকতার ভেতরের কথা , তাহলে যদি আমাদের মত নবীন সংবাদ কর্মীদের মন ভাঙ্গে তাহলে কি তা বড় বেমানান হবে ????? বেমাণান হলেও বা কার কি আসে যায় ???????????????????????? Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।