শীতঘুম, কেরোসিন আর অপ্রাকৃতিক গন্ধে আপাতত নিশ্চুপ...
শুনলাম...আজকে ভারত এমব্যাসির সামনে টিপাইমুখ বাঁধের বিরোধিতাকারীদের উপর পুলিশের নির্বিচার লাঠিচার্জ হয়েছে। আমাদের সরকার কি ভারতরে পিনাকদের বাঁচাতে নিয়োজিত, নাকি দেশের বাঁচা-মরার ব্যাপারটা তাদের মাথায় আছে। প্রতিবাদ করতে গেলে লাঠিচার্জ..কাল হয়তো পত্রিকায় দেখবো তারা পুলিশের উপর প্রথম হামলা করেছে...অথবা কোন বিবৃতি...শান্তিপূর্ণ সমাধানের। ঐ দিকে টিপাইমুখ বাঁধের কাজ কিন্তু দ্রুতগতিতেই চলছে...ওদের কন্ট্রাক্টর তো বাংলাদেশের না। ফলে শান্তিপূর্ণ আলোচনায় কোক-পেপসির দামে সময় বিক্রি করে দিচ্ছি আমরা।
লজ্জা লজ্জা।
এইমাত্র একটা লিংক পাইছি
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।