আজ লন্ডনের এল্ডউইক স্ট্রান্ড রোডে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়ুয়া ছাএছাত্রীরা এক প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে ছাত্ররা দুপুর বারোটা থেকে অবস্থান নেয় এবং ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানায়। প্রতিবাদের এক পর্যায়ে হাইকমিশনের কর্মকর্তারা সমাবেশের প্রতিনিধিদেরকে ভেতরে আহ্বান জানায় এবং বিষয়টি বিস্তারিত জানতে চায়।প্রায় ত্রিশজন ছাত্রছাত্রী এই সমাবেশে অংশগ্রহন করে শুধু প্রতিবাদই করেনি, স্থানীয় পথচারিদের সাথে কথা বলে, তাদেরকে লিফলেট দিয়ে সচেতনতা বৃদ্ধির জন্যে কাজ করে।বেলা তিনটার দিকে উপস্থিত সবার স্বাক্ষর সম্বলিত একটি পিটিশন হাইকমিশনারের কাছে জমা দেওয়া হয়। স্থানীয় ও আন্তর্জাতিক টিভি, রেডিও, পত্রিকা সহ সব মিডিয়াতে ঘটনাটি প্রচার করা হয়েছে। youtube link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।