আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখ ইস্যুতে উত্তাল সিলেট :সিলেটে ১৪৪ ধারা জারি আওয়ামী লীগের কর্মসূচিতে টিপাইমুখ বাঁধবিরোধী সমাবেশ পণ্ড

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... টিপাইমুখ ইস্যুতে উত্তাল সিলেট একটি সংবাদ---- সুরমা-কুশিয়ারার উজানে ভারতের বরাক নদীর টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সিলেট। বাঁধ নির্মাণের প্রতিবাদে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন মিছিল-সমাবেশ করছে। ১ ডিসেম্বর জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের পর বিভাগজুড়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে ভারত সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। আরকেটি সংবাদ------------- সিলেটে ১৪৪ ধারা জারি আওয়ামী লীগের কর্মসূচিতে টিপাইমুখ বাঁধবিরোধী সমাবেশ পণ্ডনিজস্ব প্রতিবেদক, সিলেট সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার গোয়ালাবাজারে একই স্থান ও সময়ে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সমাবেশস্থল থেকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গয়াছ মিয়াকে আটক করা হয়েছে। টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি গতকাল বিকালে গোয়ালাবাজারে সমাবেশ আহ্বান করে। অন্যদিকে, স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দলের পক্ষ থেকে একই স্থানে আনন্দমিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়। এ অবস্থায় গতকাল দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম খান ১৪৪ ধারা জারির আদেশ দেন। টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে ২২ নভেম্বর সংবাদ সম্মেলন করে সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করে সিলেট বিএনপি।

ওই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ছিল জেলার সব থানা ও উপজেলায় বিক্ষোভ মিছিল-সমাবেশ। হায়রে আওমীলীগ!!!!!!!!!!!!!!!! হায়রে দেশপ্রেম!! আর চেতনা!!!!!!!!!!!!!!!!!!!! Shame on u!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.