আমি জানি ভাল কিছু করার মাঝে প্রকৃত আনন্দ । আমি সব ভালদের সঙ্গী হতে চাই।
টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি এবং সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের ডাকে আজ শনিবার টিপাইমুখ লংমার্চ শুরু হবে।
সংগঠনদ্বয়ের নেতা এডভোকেট আবেদ রাজা এক বিবৃতিতে জানিয়েছেন, সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের প্রবীণ বুদ্ধিজীবী অধ্যাপক মোজাফফর আহমেদের সভাপতিত্বে সমাবেশ করে পদযাত্রার মাধ্যমে লংমার্চ মুক্তাঙ্গনে পৌঁছবে।
মুক্তাঙ্গন থেকে পরিবহনযোগে রাজধানী প্রদক্ষিণ করে পদযাত্রা ও পরিবহনের মাধ্যমে যাত্রাবাড়ি চৌরাস্তা-ভুলতাবাজার-নরসিংদী-ভৈরব-বিশ্বরোডমোড়-মাধবপুর-শায়েস্তাগঞ্জ চত্বর-মিরপুর-বাহুবল-আউশকান্দি-শেরপুর-মৌলভীবাজার জেলা চৌমোহনা (বিকাল ৬টা)-শ্রীমঙ্গল-কমলগঞ্জ-শমসেরনগর-ব্রাহ্মণবাজারের নাসিরাবাদ (রাত্রি যাপন)
৯ আগস্ট সকাল ১০টায় কুলাউড়া হয়ে জুরি-বড়লেখা-বিয়ানীবাজার-সিলেট কোর্ট পয়েন্ট বিকাল ৫টা (রাত্রি যাপন)
এবং ১০ আগস্ট সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করে এতিমগঞ্জ-গোপালগঞ্জ-চারখাই-সড়কের বাজার-আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সদরে দুপুরে ২টায় লংমার্চ পৌঁছবে।
উল্লেখিত স্থানসমূহ ছাড়াও প্রায় ৩০০টি স্থানে পথসভা-জনসভা করা হবে।
জকিগঞ্জ সদরে সভার পর সীমান্ত নদী অতিক্রম করে সীমান্ত হতে প্রায় ১৯০ কিমি দূরবর্তী মনিপুর রাজ্যের টিপাইমুখ পর্যন্ত পদযাত্রা এবং সুবিধাজনক স্থানে রাত্রিযাপন এবং টিপাইমুখ পৌঁছে ওই স্থানে নদীর পানিতে গোসল করে বাঁধ বিহীন নদীর পানি অক্ষুণ্ণ রাখার জন্য স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি দিয়ে পুনরায় ঢাকা প্রত্যাবর্তন করা হবে।
লংমার্চে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় পোশাক, শুকনো খাবার, বিস্কুট, চিড়া-গুড়, পানি নেয়ার জন্য অনুরোধ করা হয়। ফায়ার ব্রিগেডের গাড়ি এবং নিরাপত্তা দেয়ার জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৮ আগস্ট সকাল ১০টায় লংমার্চ উদ্বোধন করার জন্য ইতোমধ্যে স্মারকলিপি দেয়া হয়েছে
এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করা হয়।
প্রায় ৫ লাখ বাংলাদেশীর জকিগঞ্জ দিয়ে সীমান্ত নদী অতিক্রম করে ভারতে প্রবেশ করার অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসকে পত্র দেয়া হয়েছে।
দেশের সকল রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনকে লংমার্চে অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়েছে। শহীদ মিনারের সমাবেশে বক্তব্য রাখবেন দেশবরেণ্য ব্যক্তিবর্গ। লংমার্চে গণসংগীত পরিবেশন করা হবে।
লংমার্চে দেশবাসীকে অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।